তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র হিসেবে যুক্ত হচ্ছেন আরও তিন নেতা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে দলের অবস্থানকে আরও মজবুত করার লক্ষ্যেই এই তিন নেতাকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে৷ রাজনৈতিক মহলের কাছে বিষয়টি যথেষ্টই তাৎপর্যপূর্ণ৷ তৃণমূলের জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পেতে চলেছেন বাবুল সুপ্রিয়, কীর্তি আজাদ এবং মুকুল সাংমা।
দায়িত্ব পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন বাবুল সুপ্রিয়। তিনি লিখেছেন, “ধন্যবাদ দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র হিসেবে নির্বাচিত করায়। যে দায়িত্ব দিয়েছেন তা পালনের জন্য নিজের সেরাটা দেব।”
গত বছর সেপ্টেম্বর মাসে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাবুল সুপ্রিয়। ডেরেক ও’ব্রায়েন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন বাবুল। নভেম্বর মাসে তৃণমূলে আসেন প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি সাংসদ কীর্তি আজাদ। নয়াদিল্লিতে সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দেন। মেঘালয়ের কংগ্রেসের দাপুটে নেতা মুকুল সাংমাও ২০২১-এ তৃণমূলে নাম লেখান।
Be the first to comment