ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, সোমবার সংসদ ভবনের সামনে ধরনার সিদ্ধান্ত

Spread the love

ত্রিপুরার আঁচ এবার দিল্লিতে। তৃণমূলের উপর হামলার ঘটনার প্রতিবাদে সংসদ ভবনে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নিল দল। সোমবার সংসদ ভবনের সামনে সকাল থেকে প্রতিবাদে নামতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নিজেদের নয়া কর্মসূচির কথা।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে গান্ধীমূর্তির পাদদেশে ধরনা দেবেন। সংসদে এ নিয়ে স্বাধিকার ভঙ্গের নোটিসও আনবেন তৃণমূল সাংসদরা। আপাতত ত্রিপুরায় তৃণমূলের ছাত্র-যুব নেতাদের উপর হামলার প্রতিবাদ এভাবেই দিল্লির দরবারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে এ রাজ্যের শাসকদল।

জমি শক্ত করতে ত্রিপুরার মাটি কামড়ে পড়ে রয়েছে তৃণমূলের প্রতিনিধিদল। শনিবার দুপুরে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আচমকাই তৃণমূলের যুবনেতৃত্বকে রাস্তায় আটকানো হয়। তাঁদের উপর হামলা চলে। মাথা ফেটে যায় সুদীপ রাহার, কানে আঘাত পান জয়া দত্ত। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দিনভর সেই উত্তাপ জারি ছিল আগরতলায়। রাতেও পরিস্থিতি শান্ত হয়নি। হামলার প্রতিবাদে খোয়াই থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন দেবাংশু, জয়া, সুদীপরা। রবিবার ভোরে তাঁদের মহামারী আইনে গ্রেপ্তার করে পুলিশ।

দলের তরুণ তুর্কীদের উপর নেমে আসা আঘাতের প্রতিবাদে রাতারাতিই ত্রিপুরা চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা। খোয়াই থানায় তৃণমূলের এই প্রতিনিধি দলটির সঙ্গে পুলিশের বচসা হয়। আইনি যুক্তি, প্রতিযুক্তিতে সরগরম হয়ে ওঠে থানার অন্দরে।

এখানেও ফের তৃণমূলের সঙ্গে পুলিশের অভব্য আচরণের অভিযোগ ওঠে। থানার সামনে ধরনা শুরু করেন অভিষেক। এমনই নানাবিধ ঘটনায় রবিবারও দিনভর রাজনৈতিক আঁচে ফুটতে থাকা ত্রিপুরার ঝড় এবার আছড়ে পড়তে চলেছে রাজধানীর অন্দরে, সংসদ ভবনের বাইরে-ভিতরে। সোমবার ত্রিপুরায় তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি ঘিরে দিল্লিতেও চড়তে পারে রাজনৈতিক উত্তাপ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*