বাংলার সব আসনেই প্রার্থী দেওয়ার ইঙ্গিত তৃণমূলের

Spread the love

বাংলার ৪২টি আসনেই প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা চালাচ্ছে তৃণমূল শিবির। শুক্রবার তৃণমূলের এক অভ্যন্তরীণ বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছে ঘাসফুল নেতৃত্ব, সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। অর্থাৎ, শেষ পর্যন্ত যদি এটাই বাস্তবায়িত হয়, তাহলে বাংলায় কংগ্রেসের যে দু’টি আসন রয়েছে, বহরমপুর ও দক্ষিণ মালদা… সেখানেও প্রার্থী দিতে পারে তৃণমূল।

যখন এই বিস্তর জলঘোলা চলছিল, রাজ্য রাজনীতিতে তখন আসরে নেমে পড়েছিলেন শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদাররাও। কথায় কথায় ইন্ডিয়া জোটকে বিঁধে বলেছিলেন, ‘ইন্ডি জোটের পিন্ডি চটকে’ যাওয়ার কথা। এমনকী তাঁদের সুরে সুর মিলিয়ে নীচু তলার বিজেপি কর্মীরাও একই ভাষায় বিঁধেছিলেন কংগ্রেস ও তৃণমূলকে।

এসবের মধ্যেই আজ তৃণমূলের অভ্যন্তরীণ বৈঠকে সব আসনে ঘাসফুলের প্রার্থী দাঁড় করানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই নিয়ে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় পাল্টা বলেছেন, ‘৪২টি আসনে কেন, উনি সারা ভারতে প্রার্থী দিন। তাতে আমাদের কোনও সমস্যা নেই। রাজনৈতিক দল, রাজনৈতিক দলের মতো প্রার্থী দেবে। অধীর চৌধুরীকে হারানোর জন্য তো অনেককিছুই করেছেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, যদি ক্ষমতা থাকে, আপনি নিজে গিয়ে বহরমপুরে দাঁড়ান।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*