মাসানুর রহমান,
সপ্তদশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু আসনে তিনি অভিনতা অভিনেত্রী ও সাংস্কৃতিক জগতের মানুষদেরও বেছে নেন। যদিও এর আগের বারে ঘাটাল থেকে জয়ী হন সুপারস্টার দেব, এবং তার আগেও তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে আছেন অভিনেত্রী শতাব্দী রায়৷
এবারও ঘাটাল থেকে টিকিট পান অভিনেতা দেব৷ এবং বীরভূম থেকে লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে এর আগেও বিজয়ী হয়েছেন শতাব্দী রায় এবারও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। বীরভূম লোকসভা আসনে শতাব্দী রায় পেয়েছেন ৬৫৩৪২৬। ঐ কেন্দ্রে শতাব্দী রায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মন্দির কালীতে দুধ কুমার মন্ডলকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।
শতাব্দী রায়ের প্রাপ্য ভোট ৬৫৩৪২৬। যেখানে কংগ্রেস পেয়েছে ৭৫৪৫১, এবং আরজেপির আহমেদ শারুখ ১৫১৭১ ভোট পেয়েছে। সিপিএমের রেজাউল করিম পেয়েছে ৯৬৬৭৩৷
ঘাটাল লোকসভা কেন্দ্রে অভিনেতা দেব পেয়েছেন ৭১৭৪০৪। কংগ্রেসের সাইফুল্লাল তিনি পেয়েছেন ৩২৭৯৩। এই কেন্দ্রে দেবের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয় ভারতীয় বিজেপির ভারতী ঘোষের সাথে৷ ভারতী ঘোষের প্রাপ্ত ভোট ৬০৮৫২৩।
Be the first to comment