রোজদিন ডেক্স: শীতকালীন অধিবেশনে আম্বেদকর ইস্যুতে তোলপাড় হয়েছে সংসদ। সেই প্রসঙ্গে বিরোধীদের সঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে আওয়াজ তুলেছিল তৃণমূলও। এবার সেই প্রতিবাদের ঝাঁঝ আরও তীব্র করল তৃণমূল। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করলেন। আগামী ২৩ ডিসেম্বর, সোমবার দুপুরে কলকাতা পুরসভার ওয়ার্ড এবং রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে মিছিল করবেন দলের নেতা, কর্মীরা।
শুক্রবার তৃণমূল সুপ্রিমো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না! এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার। সংবিধান-বিরোধী বিজেপি বারংবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেই চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিত-বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের সংবিধানের জনক, বাবাসাহেব ড. বি.আর. আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের প্রতি বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। এটি কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর একটি আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা। বাবাসাহেব আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে সরব হতে, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত, রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে। আসুন, আমরা সকলে গণতন্ত্র রক্ষার্থে এই মিছিলে সামিল হই। এই ঘৃণ্য, স্বৈরাচারী বিজেপির সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা বাবাসাহেবের উত্তরাধিকার এবং আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য একত্রিত হই।’
আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না!
এই জাতিবিদ্বেষী বিজেপিকে ধিক্কার!
BJP has been systematically demolishing our constitutional ethos, tearing apart the values that define our democracy and the principles that bind us as a nation. Their…
— Mamata Banerjee (@MamataOfficial) December 20, 2024
প্রসঙ্গত, অধিবেশনে চলাকালীন সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে যে বক্তব্য রেখেছেন, তাতে সমালোচনার ঝড় উঠেছিল। তৃণমূল আগেও এনিয়ে একাধিকবার সোশাল মিডিয়ায় সরব হয়েছে। সংসদে দাঁড়িয়ে আলাদাভাবে প্রতিবাদ জানিয়েছেন সাংসদরাও। এবার রাজপথে নেমে তার প্রতিবাদের ডাক দিল তৃণমূল।
Be the first to comment