অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ত্রিপুরা। ঘটনার পর তিন দিন কেটে গেলেও কারোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় পুলিশ হেডকোয়ার্টারের বাইরে বিক্ষোভ তৃণমূল কর্মী সদস্যদের। বিপ্লব দেবের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। অভিযোগের কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল নেতা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার তৃণমূল সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করে তৃণমূল। দলের তরফে দাবি, সেই অভিযোগের তদন্ত কতদূর এগোল তা জানতেই পুলিশ হেডকোয়ার্টারে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ বেশ কয়েকজন নেতা কর্মী। কিন্তু সেখানে কথা বলা তো অনেক দূরের কথা তাদের ঢুকতে দেওয়া পর্যন্ত হয় না বলে অভিযোগ।
এই নিয়ে ত্রিপুরা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন কুণাল ঘোষও। তৃণমূল প্রতিনিধি দল ঢুকতে বাধা পেয়ে পুলিশ হেড কোয়ার্টারের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন।
Be the first to comment