সারদা-নারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করার দাবিতে পথে নামছে তৃণমূল। শনিবার সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আগামী ২৭ জুন, সোমবার শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে একাধিক কর্মসূচি রেখেছে তৃণমূল। ওই দিন বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবিতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে যুব তৃণমূল সভা করবে। সেখানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ, বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।
ওই একই দিনে তিনটি কর্মসূচি রাখা হয়েছে। দ্বিতীয় কর্মসূচি হবে হলদিয়াতে। দুপুর ৩টেয় হলদিয়ার দুর্গাচক মোড়ে বিক্ষোভ মিছিল এবং জনসভা আয়োজন করা হয়েছে। সেই সভায় মুখ্য বক্তা থাকবেন মানস ভুঁইয়া এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। একই সময় ওই দিন সভা হবে শুভেন্দুর এলাকা কাঁথিতে। সেখানে বিক্ষোভ মিছিল এবং সভা করা হবে। নেতৃত্ব দেবেন অখিল গিরি।
সোমবার একাধিক মিছিল এবং সভা করার পর মঙ্গলবার একই দাবিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে দরবার করবেন তৃণমূলের আট জনের এক প্রতিনিধিদল। ওই দলের নেতৃত্ব দেবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরপর দু’বার চিঠি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্ল্যাকমেলিং এবং জোর করে টাকা নেওয়ার অভিযোগ করেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। তাঁর অভিযোগ, শুভেন্দু তাঁকে ব্ল্যাকমেল করেছেন। জোর করে টাকা নিয়েছেন। নিজের স্বার্থ পূরণ করেছেন। সেবি-র মতো সংস্থার হাত থেকে বাঁচানোর নাম করে শুভেন্দু টাকা নিয়েছেন।
সারদা কর্তার এই অভিযোগকে হাতিয়ার করে শুক্রবারই বিরোধী দলনেতার বিরুদ্ধে আক্রমণ আক্রমণ করেছে তৃণমূল। কুণালের অভিযোগ, এত সবের পরও শুভেন্দুকে ‘মদত’ দিচ্ছেন রাজ্যপাল।এমনকি রাজভবনে শুভেন্দুকে পাশে দাঁড় করিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় সাংবাদিক বৈঠক করছেন। তিনি বিজেপির দালালের ভূমিকা নিয়েছেন। কুণালের প্রশ্ন নারদা কাণ্ডে শুভেন্দুকে হাত পেতে টাকা নিতে দেখা গিয়েছে। এরপরেও কেন সিবিআই বা ইডি তাঁকে গ্রেফতার করবে না?
Be the first to comment