প্রার্থী তালিকায় মহিলা সশক্তিকরণকে প্রাধান্য দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

পিয়ালি আচার্য ও মাসানুর রহমান,

ছবি- শুভেন্দু দাস

এবারে মোট ১৭ জন মহিলা তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগে আমাদের দলের লোকসভায় ৩৫% নির্বাচনে মহিলা প্রতিনিধি ছিলেন এবারে আমরা প্রায় ৪১% আসনে মহিলাদের টিকিট দিলাম। আশা করি সকলেই জিতবে।

মোট ১৭ জন মহিলা প্রার্থী ও তাদের কেন্দ্রের নাম নীচে দেওয়া হলো… 
অর্পিতা ঘোষ – বালুরঘাট

মৌসম বেনজির নূর- মালদা উত্তর

মহুয়া মৈত্র – কৃষ্ণনগর

রূপালি বিশ্বাস- রানাঘাট

মমতাবালা ঠাকুর- বনগাঁ

নূসরত জাহান- বসিরহাট

কাকলীঘোষ দস্তিদার- বারাসাত

প্রতিমা মন্ডল- জয়নগর

মিমি চক্রবর্তী – যাদবপুর

মালা রায়- কলকাতা দক্ষিণ 

সাজদা আহমেদ – উলুবেড়িয়া 

রত্না দে নাগ – হুগলি

অপরূপা পোদ্দার- আরামবাগ

বীরবাহা সোরেন- ঝাড়গ্রাম

সংঘমিত্রা মোমতাজ-বর্ধমান দূগাপুর

মুনমুন সেন – আসানসোল

শতাব্দী রায়- বীরভূম।

এই মহিলা প্রার্থীদের মধ্যে নতুন মুখ হলেন মহুয়া মৈত্র, নূসরত জাহান, মিমি চক্রবর্তী, রূপালী বিশ্বাস, মালা রায়, বীরবাহা সোরেন, এবং মৌসম বেনজির নূর (গতবারে কংগ্রেসের টিকিটে ছিলেন)।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*