গাড়ি থেকে টেনে নামিয়ে মেরেছে বিজেপির হার্মাদ বাহিনী, বললেন ময়নায় আক্রান্ত তৃণমূল নেতা

Spread the love

প্রথম দফার ভোটের দিন দক্ষিণ ২৪ পরগনার ময়নায় তৃণমূল নেতৃত্বের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল নেতার নাম অভিজিৎ আদক। হামলার ঘটনায় বিজেপির ‘হার্মাদ’ বাহিনীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন আক্রান্ত অভিজিৎ আদক। এই ঘটনায় এফআইআর দায়ের করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

জানা গিয়েছে, ব্লক যুব সভাপতি অভিজিৎ আদক দলের কর্মাধ্যক্ষ শচীন্দ্রনাথ মন্ডলের সঙ্গে এদিন ময়না বিধানসভা কেন্দ্রের প্রার্থী সংগ্রাম কুমার দলুইয়ের হয়ে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন। প্রচার সেরে বাড়ি ফিরছিলেন তাঁরা। বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকায় শচীন্দ্রনাথ মন্ডলের বাড়ি। সেইসময়ই সকাল সাড়ে ১১টা নাগাদ গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃপানন্দপুরে দুর্গামন্দিরের কাছে রাস্তার উপর তাঁদের গাড়িতে চড়াও হন বিজেপি কর্মীরা।

হাসপাতালের বেডে শুয়ে আক্রান্ত অভিজিৎ আদক অভিযোগ করেছেন, বিজেপি কর্মীরা দলে প্রায় ৫০ জন ছিলেন। তাঁরা টেনে হিঁচড়ে তাঁদেরকে গাড়ি থেকে নামান। তারপর একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয়। মারধরের চোটে গুরুতর জখম হন তাঁরা। প্রায় ঘণ্টাখানেক পর তাঁদেরকে ছাড়া হয়। তাঁদের কাছ থেকে টাকাপয়সা, চশমা, মোবাইল সব কেড়ে নেয় বিজেপি হার্মাদ বাহিনী। তারপর নদীর ধারে একটি কালভার্টে ফেলে দেয়। সেখান থেকে তাঁদের উদ্ধার করেন স্থানীয়রা।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিজিত্ আদক। আর বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন শচীন্দ্রনাথ মন্ডল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*