আজকের দিন-১

Spread the love

তুলসী চক্রবর্তী

জন্মঃ ৩রা মার্চ, ১৮৯৯ – ১১ই ডিসেম্বর, ১৯৬১

তিনি ১৯৪০ এবং ১৯৫০ সালের বাংলা সিনেমার এক স্বনামধন্য অভিনেতা ছিলেন। প্রধানত কমিক ভূমিকায় উনি খ্যাতি লাভ করেছিলেন। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা সত্যজিৎ রায় পরিচালিত “পরশ পাথর” ছবিতে মুখ্য অভিনেতা হিসাবে।

তুলসী চক্রবর্তী গোয়ারি নামক এক ছোট গ্রামে ১৮৯৯ সালের ৩-রা মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আশুতোষ চক্রবর্তী ভারতীয় রেল-এর কর্মী ছিলেন। বাল্যকালে তাই অবিভক্ত বাংলায় নানা স্থানে ঘুরতে হয়েছে। সুতরাং তরুণ তুলসী চক্রবর্তীকে কোলকাতায় তাঁর কাকা প্রসাদ চক্রবর্তীর কাছে কিছুকাল ছিলেন।

উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনিত সাড়ে চুয়াত্তর চলচ্চিত্রে তুলসী চক্রবর্তী একটি লজিং-এর ম্যানেজার হিসাবে অনন্যসাধারণ ভূমিকা রাখেন এবং জনপ্রিয়তা অর্জন করেন। সত্যজিৎ রায় পরিচালিত পরশ পাথর চলচ্চিত্রে তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেন। এবং পথের পাঁচালী চলচ্চিত্রে এক পন্ডিত হিসাবে ছোট্ট ভূমিকায় দেখা যায় তাঁকে।

মায়া মৃগ, শুনো বরনারী, গলি থেকে রাজপথ, পার্সোনাল অ্যাসিস্টেন্ট, অযান্ত্রিক, যৌতুক, পরশ পাথর, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, সোনার কাঁঠি, চন্দ্রনাথ, হরিশচন্দ্র, পৃথিবী আমারে চায়, একটি রাত, শ্যামলী, পথের পাঁচালী (চলচ্চিত্র), অপরাধী, ভালোবাসা, দুজনে, কালিন্দি, নিষিদ্ধ ফল, উপহার, চাঁপডাঙার বৌ, যদুভট্ট, জয়দেব, নবীন যাত্রা, সাড়ে চুয়াত্তর ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছিলেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*