রোহান বোপান্না
জন্মঃ ৪ মার্চ, ১৯৮০
তিনি একজন ভারতীয় টেনিস খেলোয়াড়। ২০০৭ পর্যন্ত তিনি বিশ্বের টেনিস খেলোয়াড়দের তালিকায় তিনি ছিলেন ২১৩ নং, ২০১৩ সালে তাঁর স্থান হয় ৩ নং। তিনি একজন অতি গুরুত্বপূর্ণ ও খ্যাতনামা টেনিস খেলোয়াড়।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
============================================================================================
কমলিনী মুখোপাধ্যায়
জন্মঃ ৪ মার্চ, ১৯৮০
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী; যিনি মূলত তেলুগু চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। পাশাপাশি তিনি তামিল, মালায়ালাম, হিন্দি, বাংলা এবং কান্নাডা ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেন। তিনি ইংরেজী সাহিত্যে স্নাতক সম্পন্ন করার মুম্বাই থেকে থিয়েটার অভিনয়ের উপর কোর্স সম্পন্ন করেন।
তিনি তাঁর চলচ্চিত্র জীবনের সূচনা করেন ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ফির মিলেঙ্গে চলচ্চিত্রের মাধ্যমে। ফির মিলেঙ্গে সিনেমাটি মুলত মরণব্যাধী এইডস এর উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছিল। তিনি আনন্দ চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের কারণে বেশ কয়েকটি পুরস্কারের ভূষিত হন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
============================================================================================
শ্রদ্ধা দাস
জন্মঃ ৪ মার্চ ১৯৮৭
একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি তেলুগু, হিন্দি, মালায়ালম, কন্নড এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তিনি মুম্বাইতে তাঁর পড়াশোনা শেষ করেন এবং জার্নালিজম বিষয়ে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে গনযোগাযোগ বিষয়ে ডিগ্রি অর্জন করেন। তিনি পড়াশোনা করার সময়েই থিয়েটার এর সাথে যুক্ত ছিলেন।
২০০৮ সালে তার প্রথম তেলেগু চলচ্চিত্র অভিষেক ঘটান। টার্গেট, ডার্লিং, দিল তো বাচ্চা হ্যায় জি, ড্রাকুলা, আতা, ডায়েরি, লাহোর, বাদশা ইত্যাদি ছবিতে অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment