আজকের দিন

Spread the love

গাব্রিয়েল গার্সিয়া মার্কেস

জন্ম: ৬ মার্চ, ১৯২৭ – মৃত্যু: ১৭ এপ্রিল, ২০১৪
তিনি গাবো নামেও পরিচিত ছিলেন, একজন কলম্বীয় সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ হিসাবে তিনি একজন খ্যাতনামা ব্যক্তিত্ব।১৯৮২ খ্রিস্টাব্দে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নিঃসঙ্গতার এক শতাব্দী বইয়ের লেখক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। কলম্বিয়ার সন্তান গার্সিয়া মার্কেস জীবনের বেশিরভাগ সময় বসবাস করেছেন মেক্সিকো এবং ইউরোপের বিভিন্ন শহরে।

তাঁর সবচাইতে ব্যবসাসফল উপন্যাস “নিঃসঙ্গতার এক শতাব্দী” (Cien años de soledad সিয়েন আনিওস দে সোলেদাদ) সারা বিশ্বে ২৫টি ভাষায় অনূদিত হয়ে ১৯৬৭-২০১৪ এই ৪৫ বৎসরে প্রায় ৫ কোটি কপি বিক্রি হয়।

লা মালা ওরা, সিয়েন আনিওস দে সোলেদাদ, ক্রোনিকা দে উনা মুয়ের্তে আনুন্সিয়াদা, এল আমর এন লোস তিয়েম্পোস দেল কোলেরা, দেল আমোর ই ওত্রোস দেমোনিওস ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

==============================================================================================

মকরন্দ দেশপান্ডে

জন্মঃ ৬ মার্চ ১৯৬৬
তিনি একজন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, লেখক। যিনি হিন্দি, মারাঠি, তেলেগু, কানাড়ি, ও মায়ালালাম সিনেমার সাথে যুক্ত।

সরফারোস, স্বদেশ, মাকড়ি, ডারনা জরুরি হ্যায় ইত্যাদি ছবিতে তিনি অভিনয়ও করেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

==============================================================================================

গৌরব চক্রবর্তী

জন্মঃ ৬ মার্চ, ১৯৮৭
তিনি একজন অভিনেতা। তিনি বাংলা ছবি ও সিরিয়াল ছাড়াও বহু চরিত্রে অভিনয় করেছেন। বোমকেশ বক্সির চরিত্রে তিনি টিভি শো তে অভিনয় করেছেন।

রং মিলান্তি, ল্যাপটপ, হাই ওয়ে, আগুন, ফেকবুক, ঈগলের চোখ, কলকাতায় কলম্বাস, শহরে আবার শবর ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*