আয়েষা জুলেখা
জন্মঃ ২৮ জুলাই, ১৯৭২
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। কুরবান, জো জিতা ওহি সিকান্দর, বালমা, দালাল, রং প্রভৃতি তিনি বহু সফল ছবিতে তিনি অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
ভেঙ্কটেশ প্রভু কস্তুরি রাজা
জন্মঃ ২৮ জুলাই, ১৯৮৩
তিনি একজন ভারতীয় অভিনেতা, প্রযোজন, সুরকার এবং সংগীত শিল্পী যিনি ধানুশ নামেই সমধিক পরিচিত। তিনি মূলত তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনয় করেন।
ধানুষ ২০০২ সালে তার পিতা কস্তুরি রাজ পরিচালিত থুল্লুভাড় ল্লামাইয়ে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। পরবর্তী দশবছরে ধানুষ ২৫ টি চলচ্চিত্রে অভিনয় করেন। হোয়াই দিজ কোলাভেরি দি গানের মাধ্যমে ধানুষ আন্তর্জাতিক পরিচয় লাভ করেন। এটাই কোন ভারতীয় গান যা ইউটিউবে সর্বপ্রথম ১০০ মিলিয়ন বার দেখা হয়েছে। ধানুষ ৩ বার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুষ্কার এবং ৬ বার ফিল্মফেয়ার পুরষ্কার লাভ করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
সুখেন দাস
জন্মঃ ১৮ জুলাই ১৯৩৮ – এপ্রিল ৪, ২০০৪
তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক। সুখেন দাস ২০০৪ সালের ৪ এপ্রিলে কলকাতায় পরলোক গমন করেন। তিনি বহু ছবিতে অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
Be the first to comment