আজকের দিন

Spread the love

যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

(৭ ডিসেম্বর, ১৮৭৯ – ১০ সেপ্টেম্বর, ১৯১৫) ছিলেন একজন বাঙালি ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা। তিনি বাঘা যতীন নামেই সকলের কাছে সমধিক পরিচিত।
.
ভারতে ব্রিটিশ-বিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। বাঘা যতীন ছিলেন বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের প্রধান নেতা। প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পূর্বে কলকাতায় জার্মান যুবরাজের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তিনি জার্মানি থেকে অস্ত্র ও রসদের প্রতিশ্রুতি অর্জন করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জার্মান প্লট তাঁরই মস্তিস্কপ্রসূত।
.
১৯০৩ সালে যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণের বাড়িতে শ্রী অরবিন্দের সাথে পরিচিত হয়ে যতীন বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত হন। সরকারী নথিপত্রে যতীন পরিচিত হন শ্রী অরবিন্দের দক্ষিণহস্ত হিসাবে। অরবিন্দ ঘোষের সংস্পর্শে এসে যতীন শরীর গঠন আখড়ায় গাছে চড়া, সাঁতার কাটা ও বন্দুক ছোঁড়ার প্রশিক্ষণ গ্রহণ করেন। যুগান্তর দলে কাজ করার সময় নরেনের (এম.এন রায়) সঙ্গে তাঁর পরিচয় হয় এবং অচিরেই একে-অপরের আস্থাভাজন হন।
.
শুরু হল যুদ্ধ বুড়িবালাম নদীর তীরে। পুলিসের গুলিতে ঘটনাস্থলে শহীদ হলেন চিত্তপ্রিয় রায়চৌধুরী। এই যুদ্ধের এমন নজির ইতঃপূর্বে দেখেননি বলে মেনে নিয়েছেন প্রত্যক্ষদর্শী ইংরেজ কুশীলবেরা। ৯ সেপ্টেম্বর ১৯১৫ সালে সূর্যাস্তের সংগে অবসান হল এই যুদ্ধের। পরদিন বালেশ্বর সরকারি হাসপাতালে যতীন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
.
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

লর্ড- মেরী রাজেশ্বরী ঈশ্বরী

জন্মঃ ৭ই ডিসেম্বর ১৯৩৯
তিনি একজন সঙ্গীতশিল্পী যিনি তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডা সিনেমা ইন্ডাস্ট্রীর সাথে যুক্ত। তবে এছাড়াও তিনি হিন্দি, টুলু, ইংরেজি ভাষাতেও গান গেয়েছেন। সিনেমা জগতে তাঁর অবদানের জন্য তাঁকে কালাইমামনি সম্মানে ভূষিত করা হয়।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

সুরেন্দ্র রেড্ডী

জন্মঃ ১৯৭৫ সালে ৭ই ডিসেম্বর কলিমনগর, তেলেঙ্গানার মঞ্চপল্লী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন সিনেমা পরিচালক।
.
অশোক, কিক, কিক২, রেস ঘুররাম, ধ্রুবা, ইত্যাদি সিনেমা তিনি পরিচালনা করেন।
জন্মদিনে রেজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

পুরভ রাজা

জন্মঃ ৭ই ডিসেম্বর ১৯৮৫
তিনি একজন ভারতীয় টেনিস খেলোয়াড়। সিঙ্গেল ও ডাবলস টেনিসে তিনি এক দক্ষ টেনিস খেলোয়াড়।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*