আজকের রাশিফল (১৯.০১.১৮)

Spread the love

জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)

মেষ – আনন্দ ভ্রমন। একটি বিশেষ দিন।

বৃষ – কর্মস্থলে জটিলতা। কর্মপ্রার্থীদের জন্য অসফলতা।

মিথুন – ব্যর্থ ভ্রমন। বকেয়া অর্থ ফেরতের সম্ভবনা কম।

কর্কট – অহেতুক ভীতি। সাহসে এগিয়ে যান জয় আপনারই।

সিংহ – অহেতুক বাদানুবাদ এড়িয়ে চলুন। মাথা গরম করে নিজেরই ক্ষতি।

কন্যা – প্রবাসে প্রশংসা ও সন্মানলাভ। কর্মে স্বীকৃতি লাভ।

তুলা – প্রেম প্রণয়ে মানসিক কষ্ট। বন্ধুর সাথে মতান্তর।

বৃশ্চিক – পিতা-মাতার সাথে বাদানুবাদ। সন্ধ্যের পর কিছু শুভ।

ধনু – ঋণবৃদ্ধি কর্মে বিশেষ শুভ নয়।

মকর – ধর্মস্থান দর্শন হতে পারে। দেবদ্বিজে ভক্তি বৃদ্ধি।

কুম্ভ – স্ত্রীর শরীরের প্রতি নজর দেওয়া দরকার। দরকারে চিকিৎসকের পরামর্শ নিন।

মীন – কোন পরিচিত ব্যক্তি সমালোচনা করতে পারে। সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*