শুক্রবার দিনভর জেরার পর শনিবার আবার নিজাম প্যালেসে পরেশ অধিকারীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেলা ১১টায় নিজাম প্যালেসে যান পরেশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার টানা জেরার মুখে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। বৃহস্পতিবার জেরা করার পর শুক্রবারও সকাল এগারোটা থেকে জেরা করল সিবিআই।
কিন্তু তদন্তকারীদের প্রশ্নের যা জবাব দিয়েছেন তাতে সন্তুষ্ট নন সিবিআই আধিকারিকরা। শুক্রবারও তাঁকে ফের নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়।
শুক্রবার মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, তাঁকে এ যাবৎ দেওয়া সমস্ত বেতনও ফেরত দিতে হবে। দু’টি কিস্তিতে ওই টাকা ফেরাতে হবে অঙ্কিতাকে।
Be the first to comment