সন্তোষপুরের পর এবার সল্টলেক! শহরের বিভিন্ন আবাসনে ‘তোমার আমার বইমেলা’র আয়োজন গিল্ডের

Spread the love

বইয়ের প্রতি আগ্রহ আরও বাড়াতে এবং লেখক ও পাঠকদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করতে অভিনব উদ্যোগ নিল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। কলতার শহরের হাউসিং কমপ্লেক্স গুলিতে তারা আয়োজন করছে ‘তোমার আমার বইমেলা’। শুক্রবার সন্ধ্যায় এই ‘তোমার আমার বইমেলা’র সূচনা হয় সল্টলেকের এফডি ব্লকের কমিউনিটি সেন্টারে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, মেয়র পারিষদ বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, এফডি ব্লকের সভাপতি রাজীব লাল, ব্লকের সদস্যা চৈতালি মৈত্র, গিল্ড সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, গিল্ডের সদস্য নবি চৌধুরী, গিল্ডের এক্সিকিউটিভ মেম্বার তাপস শাহের মতো ব্যক্তিত্বরা। এই আবাসনে বই উৎসব চলবে রবিবার পর্যন্ত। তবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন প্রখ্যাত লেখক সমরেশ মজুমদার। তিনিই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তবে প্রথম ও দ্বিতীয় পর্বের পর শুক্রবার বই উৎসবটি সল্টলেকের এফডি ব্লকে আয়োজিত হলো।

প্রথম পর্বে এই ‘তোমার আমার বইমেলা’র সূচনা হয় গত ২৪ জুন রিজেন্ট পার্কের সরকারি আবাসনের প্রেক্ষাগৃহে। দ্বিতীয় পর্বে এই বই উৎসবটি আয়োজিত হয় ১-৩ জুলাই সন্তোষপুরের উৎসর্গ অ্যাপার্টমেন্টে। উদ্যোক্তারা বলেন, আমাদের আয়োজিত যেকোনও মেলাতেই কেবলমাত্র আমাদের প্রকাশকরা থাকে। আমরা বাংলা এবং ইংরাজি দুই ভাষার প্রতিই নজর দিচ্ছি। আমাদের সঙ্গে ৩৫ টি মতো প্রকাশনা সংস্থা রয়েছে। এই ‘তোমার আমার বইমেলা’য় ৮০ শতাংশ থাকছে বাংলা বই এবং ২০ শতাংশ থাকছে ইংরাজি বই। সব বয়সের মানুষের জন্যই বই থাকছে স্টলগুলিতে।

উদ্যোক্তাদের মতে, এই উদ্যোগটি কলকাতায় শুরু হলেও আগামী দিনে এই মেলাকে বিভিন্ন জেলার আবাসনগুলিতেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।

ছাত্র-ছাত্রী, চাকুরিজীবী বা কর্মরত মানুষদের কথা ভেবেই সপ্তাহান্তের তিনটি দিন এই মেলার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। নিজেদের আবাসনের ভিতরেই একসাথে এতো বইয়ের স্টল, বিখ্যাত লেখকদের সঙ্গে মত বিনিময়ের সুযোগ পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত আবাসনের বাসিন্দারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*