রোজদিন ডেস্ক, কলকাতা :- ফের গ্রেপ্তার বাংলাদেশি নাগরিকরা। এবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুন্ঠপুর এলাকা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করে। রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। প্রত্যেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
এক বছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বৈকুন্ঠপুর এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকছিলেন পাঁচ বাংলাদেশি। প্রত্যেকেই পুরুষ। তারা একটি গারমেন্টস কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দাদের সঙ্গে তাঁরা সেভাবে মেলামেশা করতেন না। ফলে তাঁদের সম্পর্কে প্রতিবেশীরা কেউই খুব একটা কিছু জানেন না। তবে যে বাড়িতে তাঁরা থাকতেন সেই বাড়ির মালিক পলাতক। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন, টুরিস্ট ভিসা নিয়ে ওই পাঁচ বাংলাদেশি ভারতে ঢুকেছিলেন। পুলিশ তাদের প্রথমে আটক করে। বৈধ ভিসা না দেখাতে পারায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এখানে থেকে যাওয়ার পিছনে তাঁদের আরও কোনও উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত,বাংলাদেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ আশঙ্কা বাড়ছে। গত কয়েক সপ্তাহে এই রাজ্যের বাংলাদেশ সীমান্তের বিভিন্ন দিকে অবৈধভাবে ভারতের ঢোকার চেষ্টা করে গ্রেপ্তারও হয়েছেন অনেকে। সীমান্তে নজরদারি বহু গুণে বাড়িয়ে দিয়েছে BSF। একইসঙ্গে কাঁটাতারহীন সীমান্ত এলাকায় নজরদারি বেড়েছে। ফাঁকা সীমান্ত এলাকাগুলিতে কাঁটাতার লাগানো চলছে। তবে অভিযোগ বেশ কিছু জায়গায় কাঁটাতার লাগাতে গিয়ে BGB কিংবা বর্ডার গার্ড বাংলাদেশের তরফে বাধাও এসেছে।
Be the first to comment