দৌড়তে তৈরি TRAIN-18 । দেশের প্রথম ইঞ্জিন ছাড়া ট্রেন যা ঝড়ের গতিতে তার পরীক্ষামূলক দৌড়ের জন্য প্রস্তুত। শনিবারই ট্রেনটির প্রথম পরীক্ষামূলক দৌড়, বরেলি থেকে মোরাদাবাদ সেকশনে চলবে TRAIN-18।
ইঞ্জিন ছাড়া ট্রেন দেশে প্রথম। বুলেট ট্রেনের নক্সায় তৈরি ট্রেনটির মূল চমক প্রযুক্তিতে। পুরোপুরি দেশীয় যন্ত্রপাতি দিয়ে তৈরি এই অত্যাধুনিক ট্রেন তৈরি করেছে চেন্নাই আইসিএফ।
এক নজরে দেখে নেওয়া যাক কী কী থাকছে TRAIN-18-এ
ইঞ্জিনের বদলে ট্রেনটিতে থাকছে ট্রাকশান মোটর, যা ট্রেনের সব চাকাকে সক্রিয় রাখবে, একসঙ্গে সব ব্রেককে নিয়ন্ত্রণ করবে ১৬ কোচের এই ট্রেনের নীচে ট্রান্সমিশন রয়েছে। এর ফলে, স্টেশন এলে স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসবে সিঁড়ি গোটা ট্রেনটি শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনের গতি ঘণ্টায় ১৬০ কিমিসিটার ট্রেনটি ১,১২৮ যাত্রী নেওয়ার ক্ষমতা রাখে।
১৬ কোচের এই ঝকঝকে ট্রেন তৈরি করতে সময় লেগেছে মাত্র ১৮ মাস, খরচ হয়েছে ১০০ কোটি। ২০১৯ এর শুরুতেই ট্রেনটি চালু হবে। ২০২০ সালের মধ্যে ট্রেনটির দ্বিতীয় রেকের কাজও শেষ হবে বলে জানাচ্ছে রেল।
১১ নভেম্বর ট্রেনটি দিল্লি জন্য রওনা হয়, কিন্তু যান্ত্রিক ত্রুটির থাকায় মাঝ পথ থেকেই ফিরে আসে। দেশের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেন নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় না রেল। সেই কারণেই পরীক্ষামূলক দৌড়ের দিন পিছিয়ে ১৭ নভেম্বর মানে আজ করা হয়। রেলওয়ে বোর্ড চেয়ারম্যান অাসওয়ানি লোহানি জানাচ্ছেন, শতাব্দী এক্সপ্রেসের মতোই সফল প্রোজেক্ট TRAIN-18, যা খুব কম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছবে।
Be the first to comment