ট্রায়াল চলাকালীন পাথরের আঘাতে চুরমার ‘ট্রেন ১৮’-এর জানালার কাচ

Spread the love

যাত্রা শুরুর আগেই প্রত্যাঘাত। ট্রায়াল চলাকালীন পাথরের আঘাতে চুরমার ভারতের প্রথম ইঞ্জিনবিহীন ও হাইস্পিড ট্রেন ১৮-র জানালার কাচ। অথচ ২৯ ডিসেম্বর থেকে দিল্লি-বারাণসীর মধ্যে ছুটবে ‘ট্রেন ১৮’। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই ট্রেনের নিরাপত্তা নিয়েই উঠল প্রশ্ন।

জানা গেছে, দিল্লি থেকে আগ্রার মধ্যে ট্রায়াল চলছিল। ট্রাকে প্রায় ১৮০ কিলোমিটার বেগে ছুটছিল ট্রেনটি। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরীর জেনারেল ম্যানেজার সুধাংশু মানু একটি টুইট করে জানা, একসময় ১৮১ কিলোমিটারও উঠেছিল সর্বোচ্চ গতিবেগ। সেসময় কয়েকজন পাথর ছুঁড়ে ট্রেনেটির জানালার কাচ ভেঙে দেয়। দ্রুত অভিযুক্তদের পাকড়াও করা সম্ভব হবে বলেও জানান তিনি। কিন্তু গোটা ঘটনায় ট্রেনের সুরক্ষার পাশাপাশি, জনগণের মানসিকতারও সমালোচনা করছেন অনেকে।

একটি ট্রেন তৈরিতে খরচ পড়েছে প্রায় ১০০ কোটি টাকা। পুরনো শতাব্দী সরিয়ে দিয়ে তার জায়গায় আনা হচ্ছে ট্রেন ১৮। কিন্তু মানসিকতার পরিবর্তন না হলে, আইন করে কতটা সুরক্ষা দেওয়া সম্ভব? প্রশ্ন তুলেছেন  অনেকেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*