ভ্রমণ প্রেম ছিল তাঁর শিরায়-উপ শিরায়। পেশায় ছিলেন ট্রাভেল এজেন্ট। উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাসে গিয়েছিলেন ট্রেকিং করতে। বাড়ি থেকে রওনা দিয়েছিলেন চলতি মাসের ১১ তারিখ। কিন্তু আর ফেরা হল না। পাহাড়কে ভালোবেসে, পাহাড়ের বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উত্তর ২৪ পরগনার নিমতা থানা এলাকার আলিপুরের বাসিন্দা নির্মল বিশ্বাস। বয়স হয়েছিল ৪৩ বছর, আরও অনেক অভিযানে যেতে চেয়েছিলেন। কিন্তু বিনায়ক পাসে গিয়ে থামতে হল তাঁকে।
শুক্রবার রাতে নিমতার আলিপুরে নির্মল বিশ্বাসের পরিবার যেন এই খবর মেনে নিতে পারেন নি। পাহাড়ের প্রতি বিশেষ টান ছিল তাঁর। যখনই সময়-সুযোগ পেতেন, চলে যেতেন পাহাড়ে। এর আগেও একাধিকবার বিভিন্ন ট্রেক করেছেন তিনি। একের পর এক সামিট জয় করে ফিরে এসেছেন বাড়িতে। লক্ষ্মী পুজোর পরেই ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মোবাইল নেটওয়ার্কের সমস্যা থাকায় পরিবারের লোক ঠিকমতো যোগাযোগ করে উঠতে পারছিলেন না। অবশেষে এল সেই অপ্রত্যাশিত দুঃসংবাদ। যে অভিযাত্রী দলটির সঙ্গে তিনি গিয়েছিলেন, সেই জলের তরফেই ফোন করে নির্মল বাবুর বাড়ির লোকেদের জানানো হয় যে ১৯ অক্টোবর রাতে পাহাড়ের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নির্মল বিশ্বাস।
তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ নিয়ে কিছুটা হলেও ধোঁয়াশায় পরিবার। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত তথ্য জানা যাবে বলে মনে করছেন তাঁর প্রিয়জনেরা।
Be the first to comment