রোজদিন ডেস্ক :- দুপুরে তৃণমূল কাউন্সিলরের মস্তানি। তোলাবাজির টাকা দিতে না পারায় রিভলভার দিয়ে মেরে মাথা ফাটানো হল এক কিশোর হালদার নামক ব্যবসায়ীর। অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে। বর্তমানে তিনি বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
ইতিমধ্যেই প্রোমোটার কিশোর হালদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিশোর হালদার পেশায় একজন প্রোমোটার। তিনি জানিয়েছেন, “পুরসভার অনুমতি নিয়ে তাঁর প্রজেক্টের কাজ শুরু করেছেন। তারপরও কাউন্সিলর সমরেশ চক্রবর্তী বারবার কিশোরের কাছে তোলাবাজির টাকা চেয়েছে। পরিস্থিতির চাপে তৃণমূল কাউন্সিলরকে তিন লাখ টাকা দিয়েছেন তিনি। কিন্তু তারপরেও রোজই টাকার অঙ্ক বাড়তে থাকে।” ব্যবসায়ী আরও অভিযোগ, গত শনিবার কাউন্সিলর নিজে এসেছিলেন। তারপরও পঞ্চাশ লাখ টাকা দেওয়ার কথা বলেছিলেন অভিযুক্ত কাউন্সিলর। সেই টাকা না দিলে ব্যবসায়ী কিশোর হালদার তাঁর কেনা জমির ওপর প্রজেক্টের কাজ করতে পারবে না বলে হুমকিও দিয়েছিল ওই তৃণমূল কাউন্সিলর। সেই তোলাবাজির টাকা দিতে অস্বীকার করার ফলে রবিবার দুপুরবেলা কাউন্সিলরের কিছু লোকজন এসে কিশোর হালদারের ওপর চড়াও হয়। আগ্নেয়াস্ত্র দিয়ে কিশোরের মাথাও ফাটিয়ে দেয় সমরেশের লোকজন। পাশাপাশি আহত ব্যবসায়ীর মোবাইল ফোনটাও ভেঙে দেয় তৃণমূল কাউন্সিলারে দলবল। এমনটাই জানিয়েছে আহত প্রোমোটার কিশোর হালদার।
Be the first to comment