রোজদিন ডেস্ক, কলকাতা :- নতুন বছরের শুরুতেই প্রশাসনিক স্তরে রদবদল করল নবান্ন। বুধবার পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান পদে রদবদল করল রাজ্যের প্রশাসনিক ভবন। এই পদে ছিলেন পিবি সেলিম। তাঁকে ওই দায়িত্ব থেকে সরিয়ে নতুন দায়িত্ব দিয়ে নিয়ে আসা হয়েছে ইটাহারের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশারফ হোসেনকে।
একবছর পর বাংলায় বিধানসভা নির্বাচন। তাই সংখ্যালঘুদের জন্য যেসব কাজ বাকি আছে তা দ্রুততার সঙ্গে করতেই মোশারফ হোসেনকে চেয়ারম্যান করা হল। একইসঙ্গে সংখ্যালঘুদের কাছে একটা মুখও তুলে ধরা হল। সেক্ষেত্রে সরাসরি সরকারের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করা গেল। তবে পিবি সেলমিকে সরিয়ে দিলেও রাজ্যের সংখ্যালঘু দফতরের প্রধান সচিব হিসাবে থাকলেন। সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান পদ তাঁর অতিরিক্ত দায়িত্ব ছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী, কয়েকটি বদল করা হয়েছে। প্রাক্তন কমিটি থেকে প্রায় সকলকেই সংখ্যালঘু বিত্ত নিগমের দায়িত্বে রাখা হয়েছে। এই পরিবর্তনের মেয়াদ ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত।
Be the first to comment