রোজদিন ডেস্ক :- শুরু হয়েছে বছরের শেষ সংসদে শীতকালীন অধিবেশন। অধিবেশন শুরু হতেই সংসদের ভিতর-বাইরে আদানি সহ একাধিক ইস্যুতে সুর চড়িয়েছেন বিরোধীরা। শুধু সংসদের ভেতরেই নয়, কেন্দ্র সরকারকে কোণঠাসা করতে রণকৌশল সাজাতে চালছে ‘ইন্ডিয়া’ জোট। তাই বুধবার এক বিশেষ বৈঠকের ডাক দিয়েছে ‘ইন্ডিয়া’ জোটের শরিকেরা। তবে এই বৈঠকে হাজির থাকছে না তৃণমূল কংগ্রেস। সুতরাং জোড়াফুলের অনুপস্থিতি নিয়ে উঠছে নানান প্রশ্ন।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চনা-সহ পাঁচটি ইস্যুতে সরব হতে চাইছে তৃণমূল। এই বিষয়গুলিকে গুরুত্ব দিতে আজই রণকৌশল চূড়ান্ত করতে সংসদ ভবনে বৈঠক ডেকেছেন তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা। বৈঠকে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক তথা দিল্লির নতুন মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাই তাঁরা ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে উপস্থিত হবেন না।
উল্লেখ্য, রাজ্যের শাসকদল শিবিরের এই বিশেষ বৈঠকের মূল উদ্দেশ্য হল, আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশনে দলের রণকৌশল তৈরি। পাশাপাশি দলের সবাইকেই শৃঙ্খলার একটি সুতোয় গাঁথারও নির্দেশ দেওয়া হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার নয়াদিল্লির সংসদ ভবনে তৃণমূলের পার্টি অফিসে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দিল্লির নতুন মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি, কোন সাংসদের এলাকায় কী কী সমস্যা রয়েছে এবং সেই সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেইসব বিষয়ে সাংসদের সঙ্গে কথা বলে খোঁজখবরও নিয়েছেন তিনি।
Be the first to comment