কেরলে খাতা খুলল তৃণমূল, অভিষেকের হাত ধরে ঘাসফুলে এলেন কেরলের বিধায়ক পিভি আনবর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- গোয়া, আসাম, ত্রিপুরা, মেঘালয়ের পর এবার কেরলে বামেদের ঘরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাল তৃণমূল। ঘাসফুল শিবিরে যোগ দিলেন কেরলের নিলাম্বুরের বাম সমর্থিত নির্দল বিধায়ক পিভি আনবর। যদিও তিনি পরবর্তীকালে কট্টর বাম-বিরোধী হিসেবে পরিচিত হন।

শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে পোষ্ট করে লেখেন, ‘কেরলের নিলাম্বুরের মাননীয় বিধায়ক পিভি আনবরকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পরিবারে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। জনগণের সেবায় এবং কেরলের মানুষের অধিকারের জন্য তিনি নিজেকে নিবেদন করে দিয়েছেন। আর সেই বিষয়টি আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করবে।’

পিভি আনবর এখন তীব্র বাম-বিরোধী হলেও একটা সময় বামেদের সমর্থনেই জিতেছিলেন। ২০১৬ সাল এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নিলাম্বুর আসন থেকে বাম-সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে জিতেছিলেন। কিন্তু একাধিক ইস্যুতে সম্প্রতি বামেদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন আনবর। মাসদুয়েক আগে সিপিআইএমের নেতৃত্বাধীন বামেদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ‘ডেমোক্র্যাটিক মুভমেন্ট অফ কেরল’ (ডিএমকে) তৈরি করেন। তারপর কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউডিএফ) সঙ্গে আনবরের ঘনিষ্ঠতার ইঙ্গিত মিলেছিল একাধিকবার। এমনকী একেবারে নিঃশর্তভাবে বিরোধী জোটকে সমর্থন করছিলেন তিনি। মঙ্গলবার তিনি বলেছিলেন, ‘সিপিআইএম এবং মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে উৎখাত করতে হবে। কেরলের মানুষ প্রবলভাবে ইউডিএফের প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন।’
উল্লেখ্য, দিন কয়েক আগেই ডিভিশনাল ফরেস্ট অফিসারের (ডিএফও) অফিসে ভাঙচুরের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পিনারাই বিজয়নের পুলিশ। জামিনে মুক্ত হওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন আনবর।
এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর পিভি আনভার বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত।’

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*