রেলের কারশেডে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যের এক নম্বর ডাবলস ব্যাডমিন্টন খেলোয়াড় তৃণাঙ্কুর নাগের মৃত্যু হলো । জানা গিয়েছে, শনিবার কাঁকুড়গাছি কারশেডে কাজ করার সময় ওভারহেডের হাই-টেনশন বিদ্যুতের তারের সংস্পর্শে এলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। তাঁকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় পূর্ব রেলের বিআরসিং হাসপাতালে। সোমবার সকালেই সেখানেই প্রয়াত হন তিনি।
ঘটনার তদন্ত শুরু করেছে রেল।
Be the first to comment