রাজ্যসভায় পেশ হল তিন তালাক বিল। বুধবার বিল পেশ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বিল পেশের পরই শুরু হয় তুমুল হৈ-হট্টগোল। যদিও কগ্রেসের দাবি তিন তালাক বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। অর্থমন্ত্রী অরুণ জেটলি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, গোটা দেশ দেখছে। আপনারা উচ্চকক্ষে এই বিলকে সমর্থন করলেন। আর নিম্নকক্ষে এসে দেরি করার চেষ্টা করছেন।
প্রসঙ্গত, এর আগে ২৮ ডিসেম্বর ধ্বনিভোটের মাধ্যমে নিম্নকক্ষে পাস হয় তিন তালাক বিরোধী বিল। এদিন রাজ্যসভায় বিল পেশ করতে গিয়ে আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন লোকসভায় এই বিল পাশ হওয়ার মধ্যেই মোরাদাবাদে এক মহিলাকে তিন তালাক দেয় তাঁর স্বামী। এদিকে বিলের বিরোধিতায় ইতিমধ্যেই সরব হয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। তাদের দাবি, রাজ্যসভায় এই বিল পাস হলে বিভিন্ন মুসলিম সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে।
Be the first to comment