ফের কংগ্রেসে বড়সড় ভাঙন। কিছুদিন আগেই দল ছেড়েছিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সুস্মিতা দেব। এবার পদত্যাগ করলেন ত্রিপুরা কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। তিনি শনিবার পদত্যাগ করেছেন। এবার কি পীযূষ কান্তি বিশ্বাস যোগদান করবেন তৃণমূলে? এই নিয়ে জল্পনা তুঙ্গে।
এই নেতা টুইট করে পদত্যাগের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ আমি ত্রিপুরা কংগ্রেসের প্রেসিডেন্ট থাকাকালীন যাঁরা আমাকে সমর্থন করেছেন , সাহায্য করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ। আজ আমি ত্রিপুরা কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলাম। আমি রাজনীতি থেকে অবসর নেব। সোনিয়া গান্ধীর কাছে আমি কৃতজ্ঞ।’
এদিকে পীযূষ কান্তি বিশ্বাসের পদত্যাগ প্রসঙ্গে সুস্মিতা দেব জানান, আমাদের সময়কাল কঠিন ছিল। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল। একদিকে যখন তাঁর পদত্যাগের পর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে উঠচে তখনই তাঁর ‘রাজনীতি থেকে অবসর নিচ্ছি’ এই মন্তব্যটিও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তাঁর আগে এই কংগ্রেস নেতার পদত্যাগ দলের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
Be the first to comment