সম্পাদক পদে বদল আনল ত্রিপুরা সিপিএম, নতুন সম্পাদক হলেন গৌতম দাশ

Spread the love
রাজ্য সম্পাদক পদে বদল আনতে পারে ত্রিপুরা সিপিএম। সম্ভাব্য সম্পাদক হিসেবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের পর যে, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ-ই অনেকটা এগিয়ে তা-ও বলা হয়েছিল ওই প্রতিবেদনে। হলোও তাই। সম্পাদক পদে বদল আনল ত্রিপুরা সিপিএম। নতুন সম্পাদক হলেন গৌতম দাশই।
বিধানসভা ভোটের কারণে পলিটব্যুরো তথা কেন্দ্রীয় কমিটির থেকে অনুমতি নিয়ে সম্মেলন পিছিয়ে দিয়েছিল সিপিএমের ত্রিপুরা রাজ্য কমিটি। রবিবার থেকে আগরতলা টাউনহলে শুরু হয় দলের ২২তম রাজ্য সম্মেলন। সোমবার সম্মেলন শেষে নতুন সম্পাদক হন ত্রিপুরার বাম আন্দোলনের দীর্ঘদিনের নেতা গৌতমবাবু। সম্মেলন থেকে ৭৫ জনকে নিয়ে নতুন রাজ্য কমিটি তৈরি হয়েছে।
প্রসঙ্গত, ত্রিপুরা সিপিএমের বিদায়ী সম্পাদক বিজন ধর তিনটি টার্ম সম্পূর্ণ করে ফেলেছেন। দলীয় নিয়মানুযায়ী তিনবারের বেশি কেউ একস্তরে সম্পাদক থাকতে পারেন না। তবু কেন্দ্রীয় নেতৃত্বের একটা অংশ চেয়েছিলেন ত্রিপুরার নতুন রাজনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করে বিজনবাবুকেই আরও একবার রেখে দেওয়া হোক। কিন্তু ২০০৮ থেকে সম্পাদকের দায়িত্ব সামলানো বৈদ্যনাথ মজুমদারের উত্তরসূরী আর থাকতে চাননি। মানিক সরকার যেহেতু বিরোধী দলনেতা, তাই তাঁকে সংসদীয় কাজেই বাড়তি দায়িত্ব নিতে হবে বলে, তাঁর নামও দুপুরের বৈঠকে একরকম বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাট, বৃন্দা কারাট, বিমান বসুদের উপস্থিতিতে গৌতম দাশকেই ধরানো হয় ত্রিপুরা সিপিএমের ব্যাটন।
বস্তুত, ভোটে হারার পর থেকেই খানিকটা গোপনে কাজ করতে হচ্ছে সিপিএম-কে। সিপিএমের অভিযোগ, বিজেপি নজিরবিহীন সন্ত্রাস নামিয়ে এনেছে বাম কর্মী-সমর্থকদের উপর। যদিও গেরুয়া শিবির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এ বার লোকাল, মহকুমা এমনকী জেলা কমিটির সম্মেলনগুলিও গোপনে করতে হয়েছে সিপিএম-কে। রাজ্য সম্মেলনকে কেন্দ্র করেও কোনও প্রকাশ্য সমাবেশ করতে পারেনি তারা। তাই লোকসভার আগে ফেব্রুয়ারি নাগাদ আগরতলার আস্তাবল ময়দানে একটি বড় জনসভা করতে চায় সিপিএম। এখন দেখার নতুন সম্পাদকের হাত ধরে লোকসভায় উত্তর-পূর্বের এই মাটিতে সিপিএম ঘুরে দাঁড়াতে পারে কিনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*