২৫ নভেম্বর ত্রিপুরায় পুর নির্বাচন

Spread the love

ত্রিপুরায় পুরসভার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। শুক্রবার , ত্রিপুরা রাজ্যের নির্বাচন কমিশন জানিয়েছে, ২৫ নভেম্বর ভোট গ্রহণ করা হবে। ভোটের ফল প্রকাশ করা হবে ২৮ নভেম্বর। কোভিড স্বাস্থ্যবিধি মেনেই ভোটগ্রহণ করা হবে বলেও জানিয়েছে তারা।

ত্রিপুরা রাজ্যে ২০টি শহুরে স্থানীয় সংস্থা আছে। এর মধ্যে ১৩টি মিউনিসিপ্যাল কাউন্সিল, ৬টি নগর পঞ্চায়েত এবং একটি মিউনিসিপ্যাল কর্পোরেশন। ত্রিপুরার নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৩৩৪টি আসন আছে এইগুলিতে। এর মধ্যে ST-এর জন্য ৮ টি, SC-এর জন্য ৮৭টি এবং মহিলাদের জন্য ১৫৭টি আসন সংরক্ষিত। এবার এই কুড়িটি পুরসভা এলাকায় ভোট দেবেন মোট ৫, ৯৪, ৭৭২ জন। ত্রিপুরায় পুরুষদের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশি। সেখানে পুরুষ ভোটার ২, ৯৩, ৯৭৯ জন , এবং মহিলা ভোটার ৩, ০০, ৭৭৭ জন। সবচেয়ে বেশি ভোটার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় । সেখানে মোট ভোটার ৩, ৪৫, ২৩৯ জন।

আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে মোট আসন ৫১টি, ধর্মনগরে ২৫টি, পানিসাগরে ১৩টি, কৈলাসহরে ১৭টি, কুমারঘাটে ১৫টি, আমবাসায় ১৫টি, কমলাপুরে ১১টি, খোয়াই-এ ১৫ টি, তেলিয়ামুড়ায় ১৫ টি, জিরানিয়াতে ১১টি, রানিবাজারে ১১টি, মোহনপুরে ১৫টি, বিশালগড়ে ১৫টি, মেলাগড়ে ১৩টি, সোনামুড়ায় ১৩ টি, উদয়পুরে ২৩ টি, অমরপুরে ১৩টি, শান্তির বাজারে ১৫টি, সবরুমের ৯টি বেলোনিয়াতে ১৭টি আসন আছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সব মিলিয়ে পোলিং স্টেশন ৭৭০ টি। এর মধ্যে আগরতলাতেই ৪৩৯টি।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৭ তারিখ এই পুরসভা ভোটের নোটিফিকেশন জারি করা হবে। মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে ৩ নভেম্বর পর্যন্ত। ৫ নভেম্বর মনোনয়ন পত্র স্ক্রুটনি করে করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ ৮ নভেম্বর।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়ে প্রার্থী তিনজনকে সঙ্গে নিয়ে যেতে পারবেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় দুটির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না। নির্বাচনের প্রচারের সময়েও কোভিড বিধি মেনে চলতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*