ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি দল, দিলেন আইপ্যাক কর্মীদের মুক্ত করে বড় প্রতিবাদের ডাক

Spread the love

আইপ্যাক কর্মীদের মুক্ত করতে ত্রিপুরা পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধিদল। বুধবার সকাল ৯.২০ মিনিটে০ কলকাতা থেকে বিমান ধরেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক এবং শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ বুধবার আইপ্যাক সদস্যদের মুক্ত করার পাশাপাশি বৃহস্পতিবার বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে বড় প্রতিবাদ কর্মসূচিও পালন করবে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের পক্ষ থেকে ট্যুইটার হ্যান্ডেলে এই কাণ্ডে ব্রাত্যদের ত্রিপুরা যাওয়ার কথা ঘোষণা করে বলা হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের চিৎকার জারি থাকবে।

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত রবিবার। রবিবার সন্ধ্যায় খবর আসে সমীক্ষার কাজে ত্রিপুরা যাওয়া আইপ্যাকের ২৩ জনের একটি টিমকে আগরতলার একটি হোটেলে বন্দি করে রেখেছে পুলিশ। এই অগণতান্ত্রিক আচরণের নিন্দায় মুখর হন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ঘটনার বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর অভিষেক নিজেও বৃহস্পতিবার ত্রিপুরায় প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন।

তবে ত্রিপুরার পুলিশ বলছে করোনা সংক্রমনের সময় ভিন রাজ্য থেকে এসেছে বলেই তাদের এক জায়গায় রেখে করোনা পরীক্ষা করা হচ্ছে। যদিও ওই কর্মীরা কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়েই ত্রিপুরা গিয়েছিলেন। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত পরিস্থিতি বদলায়নি। ত্রিপুরা রাজ্যের তরফে করোনা পরীক্ষা করা হলেও ওই ২৩ জনেরই কর্মীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*