ত্রিপুরায় তৃণমূলের মহিলা প্রার্থীকে মারধর, ভাঙচুর হল গাড়িও, কাঠগড়ায় বিজেপি

Spread the love

ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। তবে এবার আর নেতা-কর্মী নয়, সরাসরি প্রার্থীর উপর চড়াও হল বিজেপির গুন্ডারা। শনিবার প্রচারে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী পান্না দেব। তাঁর গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এমনকী, গাড়ি থেকে মহিলা প্রার্থী-সহ গাড়ির চালককে টেনে হেঁচড়ে নামিয়ে আনা হয়েছে বলে অভিযোগ। যদিও প্রার্থীর বড় কোনও চোট আঘাত লাগেনি।

এদিন সন্ধেয় আগরতলায় ইন্দ্রনগরের কাছে তৃণমূলের স্ট্রিট কর্নার ছিল। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পান্না দেব। স্কুলের কাছে তাঁর গাড়ি আটকে ভাঙচুর করা হয়। এমনকী, প্রার্থীকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করে আনা হয়। এই ঘটনায় অভিযোগ দায়ের করেছে ঘাসফুল শিবির। যথারীতি ঘটনার দায় অস্বীকার করেছে বিজেপি।

এদিন ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল নেতৃত্ব। টুইটারে লেখে, ত্রিপুরায় বিজেপির গুন্ডারা নিজেদের স্বরূপ দেখাচ্ছে। সবটাই হচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার চোখের সামনে। এটা সুবিচার তো? একইসঙ্গে তারা ত্রিপুরার নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরব হয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে দিল্লির নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছিল তারা।

উল্লেখ্য, চলতি মাসের শেষে ত্রিপুরায় বিধানসভা উপনির্বাচন। প্রচার সারতে সোমবার ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন আক্রান্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করবেন তিনি। যাবেন সুরমায় আক্রান্ত তৃণমূল কর্মীদের বাড়িতেও। 

ঘাসফুল শিবিরে যোগ দেওয়ায় সুরমা বিধানসভায় একই পরিবারের চারজনকে কোপানোর অভিযোগ উঠেছিল বিজেপিআশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নৃশংস অত্যাচার থেকে রেহাই পায়নি শিশুও। অভিযোগ উঠেছিল প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও। বিজেপির নির্মম অত্যাচারের প্রতিবাদে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের নেতৃত্বাধীন ৬ প্রতিনিধি দল। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*