ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকরাই পরিকল্পনা করে তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে। তাদের আরও অভিযোগ, রাজনৈতিক ভাবে কোণঠাসা হয়ে পড়েছে বিজেপি। লড়াই করতে পারছে না তৃণমূলের সঙ্গে। তাই সন্ত্রাস-লোকের মনে ভয় তৈরি করার চেষ্টা করছে। দলের মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরে যাওয়ার পর থেকে আরও বেশি করে সন্ত্রাসের আশ্রয় নিয়েছে বিজেপি। অভিষেককে ভয় পেয়েছে বিজেপি। তাই জন্য এ সব মারধর শুরু করেছে।
উল্লেখ্য, বুধবার রাতে সুরমা বিধানসভায় আক্রান্ত হন বেশ কয়েক জন তৃণমূল সমর্থক। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলে যোগ দেওয়ায় ওই পরিবারের উপর হামলা করেছে তারা। ঘটনার প্রতিবাদে তৃণমূলের একটি প্রতিনিধি দল শুক্রবার ত্রিপুরার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন। পুলিসের কাছে চিঠি দিয়ে এই ঘটনার কথা জানিয়েছেন। এফআইআর-এ তৃণমূলের দাবি একটি আট বছরের শিশুকেও মারধর করা হয়েছে।
শুক্রবার আক্রান্তদের কাছে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল যায়। ছিলেন তৃণমূলের ত্রিপুরার পর্যবেক্ষক রাজিব বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, সায়নী ঘোষ, ত্রিপুরার রাজ্য সভাপতি সুবল ভৌমিক-সহ অন্যরা। তৃণমূলের ত্রিপুরার রাজ্য সভাপতি সুবল ভৌমিক বলেন, রাজ্যে তৃণমূল নেতৃত্বকে রোজই আক্রান্ত মানুষের কাছে ছুটে যেতে হচ্ছে। মানুষকে বিজেপি আক্রমণ করছে রোজ। তাঁর অভিযোগ, তৃণমূল সমর্থকদের ঘরে ঢুকে কোপানোর পিছনে একমাত্র কারণ তারা বুধবার তৃণমূলে যোগদান দেয়।
Be the first to comment