হেরে গেলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টার বিরুদ্ধে মামলায় জয় পেয়েছে মার্কিন সংবাদসংস্থা সিএনএন। সিএনএনের হোয়াইট হাউস সংবাদদাতা জিম অ্যাকোস্টার প্রেস পাস ফিরিয়ে দিতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার সেই আদালতের বিচারক টিমোথি জে কেলি এই আদেশ দেন।
বিচারক তাঁর রায়ে বলেন, হোয়াইট হাউসে সাংবাদিকের ওপর নিষেধাজ্ঞা সংবাদকর্মীর অধিকার ও বাক স্বাধীনতার পরিপন্থী। আদালতের ওই নির্দেশের ফলে হোয়াইট হাউসে সংবাদ সংগ্রহের কাজে সাংবাদিক অ্যাকোস্টা যেতে পারবেন। তবে এটি সাময়িক নির্দেশ। গত ৭ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন ট্রাম্প। এতে সিএনএনের হোয়াইট হাউস প্রতিবেদক জিম অ্যাকোস্টা অভিবাসী ইস্যুতে ট্রাম্পকে প্রশ্ন করেন। এ প্রশ্ন থেকেই দুজনের মধ্যে বিতর্কের সূত্রপাত হয়। এরপর অ্যাকোস্টাকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করা হয়েছিল।
Be the first to comment