চেলসি যে ইউরোপ সেরা হবে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগেই জানতেন থমাস তুচেল। গতবারও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তুলেছিলেন টিমকে। কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে ১-০ হেরে যায় পিএসজি। গত ডিসেম্বরে প্যারিস সাঁজা থেকে ছাঁটাই হয়েছিলেন তিনি। পর পরই চেলসির কোচের দায়িত্ব পেয়ে যান। চেলসিকে ট্রফি দিয়ে যেন নিজেকেই প্রমাণ করলেন জার্মান কোচ।
তুচেল ম্যাচের পর বলেছেন, ‘দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার পর খুব ভালো লেগেছিল। তবে, এ বার অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। অন্যদের বলেছিলাম, যাই হোক না কেন, এ বার ট্রফিটা আমাদেরই হবে।’
অন্য দিকে ম্যাঞ্চেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর থেকেই চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখেছেন পেপ গুয়ার্দিওলা। কিন্তু ইপিএলে যতটা ভালো তাঁর টিম, ইউরোপিয়ান লিগে ততটা নয়। সিটির হারের পর হতাশ গুয়ার্দিওলা বলেছেন, ‘তার পরও বলব, মরসুমটা আমাদের ভালোই গিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার স্বপ্ন দেখেছিল টিম। ট্রফিটা জেতার তাগিদও দেখিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, চ্যাম্পিয়ন হতে পারলাম না। আগামী বছর নিয়ে এখনই ভাবছি না। তবে এই বছর ৬২টা ম্যাচের মধ্যে ৬১টা খেলেছি আমরা। অতিমারির মতে একটা কঠিন সময়ে আমরা স্বপ্ন নিয়েই ছিলাম। ট্রফি জিততে না পারার যন্ত্রণা যেমন আছে, তেমনই চেলসি অভিনন্দনও জানাচ্ছি।’
তুচেল অবশ্য কোচ হিসেবে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগ জেতাকে পাশে রেখে টিমের সাফল্যকে গুরুত্ব দিচ্ছেন। তাঁর কথায়, ‘অতুলনীয় লড়াই করেছে টিম। আসলে আমরা ট্রফিটা জেতার জন্য সর্বস্ব দিতে চেয়েছিলাম। একটাই লক্ষ্য ছিল, ওরা যেন আমাদের টপকে যেতে না পারে। টিমকে বলেছিলাম, চলো একসঙ্গে লড়াই করি। হাভার্টজ় আবার ওর সেরাটা দিল।’
Be the first to comment