রোজদিন ডেস্ক, কলকাতা:- শহরে আবার ব্যস্ততার মধ্যে জোড়া দুর্ঘটনা,অল্পের জন্য বেঁচে গেলো ছোট্ট শিশুটি। বছর তিনেকের মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন মা-বাবা। বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় বাইক পড়ে প্রাণ গেল মায়ের। সাতসকালে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত হন শিশুর বাবা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় EDF হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছে বছর তিনেকের শিশুকন্যা।
সকাল সাড়ে ৬টা নাগাদ স্বামীর বাইকে চড়ে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা বছর ২৮-এর দেবশ্রী মণ্ডল। এইট বি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে S-31 রুটের সরকারি বাস বাইকে ধাক্কা মারে। বাইক ছিটকে পড়ায় মহিলাকে পিষে দেয় বাসের চাকা।
অন্যদিকে ফের রাতের শহরে দুর্ঘটনা ঘটে। বেহালায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী মহিলার। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ পর্ণশ্রী পলিটেকনিক কলেজের সামনে দুর্ঘটনা ঘটে। বাজার সেরে স্বামীর সাইকেলে চড়ে ফিরছিলেন প্রভাবতী গন্দ। পিছন থেকে বেপরোয়া গাড়ি সাইকেলে ধাক্কা মারে। চাকায় পিষ্ট হয়ে যান বছর পঞ্চাশের মহিলা। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মহিলার স্বামীও গুরুতর জখম হন। তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বেপরোয়া গাড়ির চালককে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ।
Be the first to comment