করোনা মোকাবিলায় আগামী দু-সপ্তাহের জন্য রাজ্যে আরও কড়া বিধি পালনের কথা ঘোষণা করল সরকার। আজ, সাংবাদিক বৈঠক করে একথা জানালেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কাল রবিবার থেকে এই বিধি জারি থাকবে ৩০ মে পর্যন্ত।
রবিবার (১৬ মে) সকাল ৬টা থেকে ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে-
* সমস্ত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
* সব সরকারি-বেসরকারি অফিস-প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কেবল অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে
* শপিংমল, সুইমিংপুল, রেস্তোরাঁ বন্ধ থাকবে
* আন্তঃরাজ্য বাস পরিষেবা, অটো, মেট্রো বন্ধ থাকবে। ট্যাক্সি পরিষেবা চালু থাকবে এমার্জেন্সি পরিষেবার জন্য। রাজ্যের মধ্যে ট্রাক চলাচল বন্ধ। চিকিৎসা সামগ্রী, অক্সিজেন, খাদ্য সামগ্রী ছাড়া আর কিছুই নিয়ে যাওয়া যাবে না।
* মুদিখানা, খুচরো দোকান, বাজার, যা কিছু নিত্য প্রয়োজনীয় সেগুলি কেবল সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত খোলা থাকবে
* মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে
* ওষুধের দোকান, চশমার দোকান স্বাভাবিক সময় খোলা থাকবে
* রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ বন্ধ থাকবে
* চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সমস্তরকম ছাড় দেওয়া হবে
* চা বাগানে কাজ চলতে পারে ৫০% উপস্থিতিতে, চটকলে তা ৩০%
* ই-কমার্স ক্ষেত্রে সমস্ত পরিষেবা চালু থাকবে
* এটিএম, ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০ থেকে দুপুর ২টো
* বিয়েবাড়িতে ৫০ জনের উপস্থিতির অনুমতি
* সৎকারের ক্ষেত্রে ২০ জনের উপস্থিতির অনুমতি
* রাত ৯টার পর সব কিছু বন্ধ, কেবলমাত্র এমার্জেন্সির ক্ষেত্রে অনুমতি অর্থাৎ নাইট কার্ফু এ রাজ্যেও
Be the first to comment