‘মিহির গোস্বামী নিজের এলাকায় যান। হাত-পা ভেঙে দেব।’ বিধানসভায় এই ভাষাতেই কথা বললেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। বিএসএফের ক্ষমতাবৃদ্ধির ইস্যুতে বিতর্ক চলাকালীন এমনটাই বলেন তিনি। শুধু তাই নয়, বিএসএফের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে উদয়ন গুহ ‘ভারত মাতা কি জয়’ স্লোগানের উল্লেখও করেন। আর এতেই ক্ষুব্ধ হন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি- তৃণমূল দুই পক্ষকেই সংযত হওয়ার কথা বলেন তিনি। আলোচনার ক্ষেত্র যাতে বিঘ্নিত না হয়, সব সদস্যদের সেটা দেখার আবেদন জানান তিনি।
বিএসএফের এলাকাবৃদ্ধি নিয়ে মঙ্গলবার বিধানসভায় সরকারি প্রস্তাব আনা হয়। কেন্দ্রের বিএসএফের এলাকাবৃদ্ধির সিদ্ধান্ত আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপরে আঘাত বলে উল্লেখ করা হয়। এই মর্মেই সরকারি প্রস্তাব আনা হয় এ দিন। মঙ্গলবার বিধানসভার দ্বিতীয়ার্ধে সরকার পক্ষের তরফে এই প্রস্তাব নিয়ে বলেন উদয়ন গুহ, তাপস রায় সহ তৃণমূল বিধায়কেরা।
এ দিন তাপস রায় বলেন, ২১ টি বিধানসভা কেন্দ্রে বিএসএফকে দাঁড় করিয়ে ভোট করাতে চায় বিজেপি। তাঁর কথায়, বিজেপি-বিএসএফ এক হয়ে গিয়েছে। এ কথা শুনে বিজেপি বিধায়কেরা প্রত্যুত্তরে বলেন, বিএসএফ তো আইন লাগু করে না, বিএসএফ পুলিশের হাতেই তুলে দেয়। বিএসএফ ও পুলিশ সমন্বয় সাধন করেই যখন কাজ হয়, তখন কেন বিরোধিতা করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন বিরোধীরা।
Be the first to comment