ওডিশায় মৃত ৬ পড়শির দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়লো গ্রাম

Spread the love

ওডিশায় বাস দুর্ঘটনায় মৃত ৬ জনের নিথর দেহ ফিরল উদয়নারায়ণপুরে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ডে পৌঁছয় ৬ জনের মৃতদেহ। একই গ্রামে পাঁচ জনের কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছতেই স্বজনহারাদের কান্নায় বুক ফাটছে উদয়নারায়ণপুরের। চোখের জলে শেষ শ্রদ্ধা জানান তাঁরা। উপস্থিত ছিলেন বিধায়ক সমীর পাঁজা-সহ প্রশাসনিক আধিকারিকরা। একজনের মৃতদেহ নিয়ে যাওয়া হয় হুগলি জেলায়। প্রশাসনের তরফে আহতদেরও একটি বাসে করে ওডিশা থেকে হাওড়ায় নিয়ে আসা হয়েছে। বাকি ৪১ জন আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বুধবার দুর্ঘটনার খবর পাওয়ার পরই ওডিশা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত ও আহতদের দেহ দ্রুত রাজ্যে ফেরানোর জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মুখ্যসচিবের নেতৃত্বে ওড়িশায় প্রতিনিধি দল পাঠান মুখ্যমন্ত্রী। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ওডিশায় বাস দুর্ঘটনায় মৃত এবং আহতদের উদ্ধারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটা বাস ও দুটো অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। যে  ৬ জন মারা গিয়েছেন তাদের নিয়ে আসা হচ্ছে।

গত সোমবার, উদয়নারায়ণপুরের সুলতানপুর গ্রাম থেকে ৭৭ জন যাত্রী নিয়ে রওনা দেয় বাসটি।  গন্তব্য ছিল দক্ষিণ ভারত। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার মাঝরাতে, ওড়িশার দারিংবাড়ি থেকে অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার পথে, গঞ্জাম-কান্ধামাল সীমানায় কলিঙ্গঘাট এলাকায় উল্টে যায় বাসটি। সেই সময় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ পর্যটকের। এছাড়াও আহত হন ৪২ জন। মৃতদের নাম সুপ্রিয়া দেনরে, সঞ্জিত পাত্র, রিমা ডেঁরে, মৌসুমি ডেঁরে, বর্নালী মান্না। পর্যটকদর দলটির সঙ্গে থাকা রাঁধুনীরও মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*