একনাথ ও বিজেপিকে একহাত নিয়ে গভীর রাতে ভার্চুয়াল বার্তা উদ্ধবের

Spread the love

শিবসেনাতে যারা আপন ছিল তারাই পিঠে ছুরি মেরেছে, একনাথ শিন্ডেকে একহাত করে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা মহারষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের।

শুক্রবার রাতে এক ভার্চুয়াল বার্তায় তিনি বলেন, কর্মীরা হল দলের সম্পদ। বিদ্রোহী শিবসেনা বিধায়কদের অভিযোগ, এনসিপি এবং কংগ্রেস শিবসেনাকে শেষ করে দিতে চাইছে। তাই অনেক বিধায়ক বিজেপিতে যেতে চাইছেন। এরাই আসলে শিবসেনাকে শেষ করে দিতে চাইছেন। তিনি সরাসরি বিজেপিকে কটাক্ষ করে বলেন, শিবসেনা হিন্দু ভোট ভাগ হতে দেবে না। যা নিয়ে সমস্যায় পড়ছে বিজেপি। শিবসেনাকে শেষ করে দিতে চাইছে বিজেপি, একনাথ শিন্ডেকে একহাত নিয়ে দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা উদ্ধবের।

তিনি আরও বলেন, যদি আপনারা আমাকে অযোগ্য মনে করেন, তবে আমি এই মুহূর্তে ইস্তফা দিতে রাজি। যদি মনে হয় আমি দল পরিচালনা করতে ব্যর্থ, তাহলে দল থেকে নিজেকে সম্পূর্ণরূপে আলাদা করে নেব।

মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে মহারাষ্ট্রের রাজনৈতিক পট। কখনও একনাথ শিন্ডের শিবির দাবি করছে, তাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ শিবসেনা বিধায়কের সমর্থন রয়েছে। আবার কখনও উদ্ধব ঠাকরের শিবির বলছে, শেষ হাসি হাসবে তারাই। এনসিপি প্রধান এবং ২০১৯ সালে মহারাষ্ট্র বিকাশ অগাড়ি জোট সরকার গড়ার অন্যতম কারিগর শরদ পাওয়ার বৃহস্পতিবারই বলেন, এই সংকট থেকে জোট সরকার বেরিয়ে আসবেই। আমার অভিজ্ঞতা তাই বলছে। বিধানসভাতেই বোঝা যাবে, পাল্লা কোন দিকে। উদ্ধব শিবির বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে।

আগেই শিন্ডে শিবির নির্দল এবং সেনা মিলিয়ে মোট ৩৪ জন বিধায়কের সমর্থন তাদের দিকে রয়েছে বলে স্পিকারকে জানিয়েছেন। অভিযোগ উঠেছে, যে বিধায়কদের সই করা চিঠি দেওয়া হয়েছে, তাতে জালিয়াতি করা হয়েছে। স্পিকার সেগুলি খতিয়ে দেখবে। এরই মধ্যে শিবসেনা ১২ বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজ করার দিকে অগ্রসর হচ্ছে। ফলে তা নিয়ে আইনি লড়াই চলবে। সব মিলিয়ে টানটান উত্তেজনা এখন মহারাষ্ট্রের রাজনীতিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*