সরকারি বাসভবন ছেড়ে মাতোশ্রী গেলেন উদ্ধব ঠাকরে

Spread the love

বর্ষা ছেড়ে সপরিবারে মাতোশ্রী চলে যাব৷ বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, দলের একজনেরও আপত্তি থাকলে তিনি মুখ্যমন্ত্রীর পদ আকড়ে পড়ে থাকবেন না ৷ ইস্তফা দিয়ে দেবেন ৷ এমনকি সরকারি বাসভবন ছেড়ে মাতোশ্রীতে চলে যাবেন ৷ সেই ঘোষণা যে স্রেফ মুখের কথা নয় তা বুঝিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷ রাতেই সরকারি বাসভবন বর্ষা ছেড়ে মাতোশ্রীতে যাওয়ার প্রস্তুতি করে দেয় মুখ্যমন্ত্রীর পরিবার ৷ রাত সাড়ে ৯টা নাগাদ নিরাপত্তারক্ষীদের বাড়ির ভেতর থেকে ব্যাগপত্তর বের করে বাইরে নিয়ে আসতে দেখা যায় ৷

এর কিছুক্ষণ বাদেই বর্ষা ছেড়ে বেরিয়ে পড়েন উদ্ধব ঠাকরে৷ পিছন পিছন বেরিয়ে পড়েন স্ত্রী রেশমি ও ছেলে আদিত্য৷ মাকে নিয়ে পুত্র আদিত্য উঠে পড়েন একটি গাড়িতে ৷ অন্যদিকে উদ্ধব অন্য একটি গাড়িতে চেপে বর্ষা ছাড়েন৷ প্রত্যেকের গন্তব্য মাতোশ্রী ৷

মহা বিকাশ অগাড়ি সরকারে শিবসেনার ৪৪ জন বিধায়ক রয়েছে৷ তাদের মধ্যে ৩০ জনকে নিয়ে এই মুহূর্তে গুয়াহাটিতে রয়েছেন একনাথ শিন্ডে ৷ ফলে সংকট তৈরি হয়েছে মহারাষ্ট্রে৷ যখন তখন সরকার পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ৷ তারপরই এদিন বিকাল পাঁচটায় দলের সব বিধায়কের সঙ্গে বৈঠকে বসার ডাক দেন উদ্ধব৷ পরে ফেসবুক লাইভে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি একজন বিধায়কও আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে না চান তাহলে এই মুহূর্তে জিনিসপত্র নিয়ে আমি বর্ষা বাংলো (মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন) ছেড়ে মাতোশ্রীতে চলে যাব ৷ আপনারা চাইলে আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে তৈরি ৷ একজনও কারও আপত্তি থাকলে সরে যাব ৷ এটা আমার কাছে খুবই লজ্জাজনক হবে যদিও একজনও কেউ আমার বিরুদ্ধে চলে যায় ৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*