মহা-নাটকের অবসান৷ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন উদ্ধব ঠাকরে৷ বুধবার সুপ্রিম কোর্ট আস্থা ভোটের পক্ষে রায় দেওয়ার মিনিট পনের পর লাইভে আসেন উদ্ধব ঠাকরে৷ রায় মেনে আস্থা ভোটের আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি৷ উদ্ধব বলেন, ‘সংখ্যার রাজনীতিতে আমার আগ্রহ নেই৷ আমি শিবসেনা প্রেসিডেন্ট হিসেবেই কাজ চালিয়ে যেতে চাই৷’ আস্থা ভোটের নির্দেশ দেওয়ায় রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকেও ধন্যবাদ জানাতে ভোলেননি শিবসেনা সুপ্রিমো৷ তিনি বলেন, ‘রাজ্যপাল আমাদের আস্থা ভোটে যেতে বলেন৷ তিনি গণতন্ত্রকে সম্মান করেন৷ বিরোধী দলনেতার সঙ্গে দেখা করার কয়েকঘণ্টার মধ্যে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে আস্থা ভোটের নির্দেশ দেন তিনি৷’
মুখ্যমন্ত্রীর পাশাপাশি মহারাষ্ট্রের বিধান পরিষদের সদস্যপদও ছাড়ছেন উদ্ধব ঠাকরে৷ এদিন সুপ্রিম কোর্টের রায়কে মেনে নেন শিবসেনা সুপ্রিমো৷ তিনি বলেন, ‘শীর্ষ আদালতের রায়কে সম্মান জানাই৷ গণতন্ত্র অবশ্যই মেনে চলা উচিত৷’ আস্থা ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির সময় বুধবার বিকেলে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন উদ্ধব ঠাকরে৷ ওই বৈঠকে ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদ শহরের নাম পরিবর্তনের পক্ষে সায় দেয় মন্ত্রিসভা৷ তখনও কারও জানা ছিল না, এটাই উদ্ধব সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠক৷ আর শেষ মন্ত্রিসভার বৈঠকে দুই শহরের নাম পরিবর্তনের দীর্ঘদিনের দাবির মত আদায় করে নেয় সরকার৷
লাইভে সেই প্রসঙ্গ টেনে উদ্ধব বলেন, ‘আমরা সরকারিভাবে ঔরঙ্গাবাদের নাম সম্ভাজিনগর এবং ওসমানাবাদের নাম ধারাশিব করে দিয়েছি৷ এই দুই শহরের নাম রেখেছিল বালাসাহেব ঠাকরে৷’ মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ করানোর জন্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে ধন্যবাদ জানান উদ্ধব৷ তিনি বলেন, ‘আমার খারাপ লেগেছেস এদিন মন্ত্রিসভার বৈঠকে শিবসেনার মাত্র চারজন মন্ত্রী উপস্থিত ছিলেন৷ কংগ্রেস এবং এনসিপি কেউ দুই শহরের নাম পরিবর্তনের বিরোধিতা করেনি৷ এ জন্য সোনিয়া গান্ধী এবং শরদ পাওয়ারকে ধন্যবাদ৷’
নাম না করে একনাথ শিন্ডেকে নিয়েও কটাক্ষ করেন উদ্ধব৷ তিনি বলেন, ‘শিবসেনা সবাইকে সাহায্য করেছে৷ সাধারণ মানুষ থেকে শিবসেনাতে এসে বড় নেতা হয়েছে৷ গাড়ি চালক রাজ্যের মন্ত্রী হয়েছেন৷ শিবসেনা এদের জন্য অনেক কিছু করেছে৷’ উল্লেখ্য, শিবসেনার বিক্ষুব্ধ নেতা একনাথ শিন্ডে প্রথম জীবনে অটো চালক ছিলেন৷ এদিকে উদ্ধবের পদত্যাগের ঘোষণার পর টুইট করে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত৷ তাতে লেখেন, আজ আমরা সংবেদনশীল এবং সংস্কৃতিমনস্ক মুখ্যমন্ত্রীকে হারালাম৷
Be the first to comment