করোনায় আক্রান্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার সাংবাদিকের মুখোমুখি হয়ে জানালেন কংগ্রেস নেতা কমল নাথ। বুধবার কংগ্রেসের ক্যবিনেট বৈঠক রয়েছে। রাজনৈতিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে ঠাকরের আজ দুপুর ১টায় মন্ত্রিসভার ওই বৈঠক অংশ নেওয়ার কথা ছিল। তবে তিনি আজ সেখানে উপস্থিত হতে পারেন নি। ৪৪ জন কংগ্রেস বিধায়কদের নিয়ে বৈঠক হবে আজ। ৪১ জন বিধায়ক ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন।৩ জন বিধায়ক রাস্তায় আছেন।
মন্ত্রিসভার বৈঠকের আগে উদ্ধব ঠাকরের সঙ্গে আজ দেখা করার কথা ছিল কমল নাথের। কিন্তু উদ্ধবের কোভিডের রিপোর্ট ইতিবাচক বা পজিটিভ আসায় সেই সাক্ষাৎ বাতিল করেছেন তিনি।
এদিনের সাংবাদিক বৈঠকে কমলনাথ জানিয়েছেন, বিজেপি টাকা ও গায়ের জোরে রাজনীতি শুরু করেছে। যা সংবিধান বিরোধী। এরকম অনেক দেখেছি। এভাবে বেশিদিন রাজনীতির ময়দানে টেকা যায় না। উদ্ধব ঠাকরের অধীনে শিবসেনায় ঐক্য জয়ী হবে।
Be the first to comment