উল্টোডাঙায় পথ অবরোধ করলো যাত্রীরা ৷ মঙ্গলবার সকালে অটো না পেয়ে অবরোধ করেন অফিসযাত্রীরা ৷ বিশ্বকর্মা পুজোর জন্য প্রায় বন্ধ অটো চলাচল ৷ কয়েকটি অটোয় বেশি ভাড়া চাওয়া হচ্ছে ৷ যার প্রতিবাদে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান যাত্রীরা ৷ অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ কিন্তু পুলিশের সঙ্গে বচসা শুরু হয় অফিসযাত্রীদের ৷ উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ রুটে অটো নিয়ে ধুন্ধুমার।
উল্লেখ্য সোমবার থেকেই অনেক কম চলছে অটো। ২৫ টাকার বদলে ভাড়া চাওয়া হচ্ছে ২০০ টাকা। প্রথমে পুলিশকে পুরো বিষয়টি জানান যাত্রীরা। জোর করে যাত্রীদের অটোতে তুলে দেন পুলিশকর্মীরা। কিন্তু একটু দূরে গিয়েই যাত্রীদের অটো থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে অটোচালকদের বিরুদ্ধে।
Be the first to comment