সর্বভারতীয় চাকরির পরীক্ষার প্রশ্নপত্রে এবার চূড়ান্ত রাজনীতিকরণ। যা নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা চরমে উঠলো। এমনকী জোরদার বিতর্ক দানা বেঁধেছে কারণ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) লিখিত পরীক্ষায় ‘পশ্চিমবঙ্গের নির্বাচনী সন্ত্রাস’ নিয়ে ১০ নম্বরের উত্তর লিখতে বলা হয়েছে। যা নিয়ে চরমে উঠেছে সমালোচনা।
এই খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, সর্বভারতীয় পরীক্ষায় রাজনীতির রং কেন দিল কেন্দ্র? এটা কী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত? এই প্রশ্ন উঠছে কারণ লাগাতার কেন্দ্রীয় সরকারকে বঙ্গ–বিজেপির নেতারা একুশের নির্বাচনের পর থেকে রাজনৈতিক হিংসা বেড়েছে বলে রিপোর্ট দেওয়া হয়েছে। এমনকী জাতীয় মানবাধিকার কমিশন আদালতে এমন রিপোর্ট পেশ করেছে। সেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের গুন্ডা বলা হয়েছে। তারপরই এই প্রশ্নপত্র শোরগোল পড়ে গিয়েছে।
খবর প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা বিজেপি’র দাবি, তৃণমূল কংগ্রেস সরকারের জমানাতেই রাজ্যের স্কুলশিক্ষায় সিঙ্গুর আন্দোলনের ইতিহাস পাঠ্যক্রমভুক্ত হয়েছে। তাদের প্রশ্ন, তাহলে কে শিক্ষার রাজনীতিকরণ করছে? এদিকে ইউপিএসসি–তে আসা বাংলার রাজনৈতিক সন্ত্রাস নিয়ে ২০০ শব্দে লিখতে বলা হয়েছে।
তবে এখানেই শেষ নয়, পরীক্ষার্থীদের ‘কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বিষয়ের উপর লিখতে বলা হয়েছে। নয়াদিল্লিতে অক্সিজেন সরবরাহের সমস্যা নিয়েও বলা হয়েছে লিখতে। এই নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, ‘অত্যন্ত নিন্দনীয় ঘটনা। রাজনীতি টেনে এনে পুরো ব্যবস্থাটাকেই নষ্ট করে দিচ্ছে বিজেপি।’
Be the first to comment