বুলডোজার শাসন এখন আর শুধু উত্তরপ্রদেশে আটকে নেই তা এবার হানা দিল উত্তরাখণ্ডেও। মুখ্যমন্ত্রী পু্ষ্কর সিং ধামির রাজ্যে গুড়িয়ে দেওয়া হল ৩০০ টি বেআইনি মাজার। প্রশাসনের দাবি, বেআইনি ভাবে সরকারি জমিতে গড়ে তোলা হয়েছিল এই মাজারগুলি। তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে, দেবভূমিতে জমি-জেহাদের ষড়যন্ত্র রেয়াত করা হবে না।
উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর অনুমতিতে গত ৯০ দিন ধরে এই অভিযান চলছে। যেখানে ৩৩০ টি মাজার ও এই ধরনের ধর্মস্থান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসন আরও জানিয়েছে, রাজ্যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের কার্যাকলাপে বাড়বাড়ি নিয়ে সতর্ক করেছিল গোয়েন্দারা। এরপরই বেআইনি মাজারগুলিকে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ধামি জানান, “দেবভূমিতে অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আমরা উত্তরাখণ্ডে জমি-জেহাদ সহ্য করব না।” অবশ্য এই বুলডোজার নীতির বিরুদ্ধে সরব হয়েছে উত্তরাখণ্ডের বিরোধী দল কংগ্রেস। তাদের বক্তব্য, যে মাজারগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলি ১৯৮০ সাল বা তার আগে তৈরি হয়েছে, ফলে এগুলিকে বৈধতা দেওয়া সরকারের উচিত ছিল।
Be the first to comment