রোজদিন ডেক্স: ‘দশ দিনের মধ্যে ইস্তফা না দিলে বাবা সিদ্দিকির মত হাল করা হবে’। উড়ো ফোনে মুম্বই পুলিশের মাধ্যমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হুঁশিয়ারি দেওয়া হল। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে মুম্বই পুলিশের অন্দরমহলে।
নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে যোগী আদিত্যনাথের। ফোনের সূত্র ধরে হুমকির নেপথ্যে কারা রয়েছে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, হুমকি ফোনের নেপথ্যে বাবা সিদ্দিকি খুনে জড়িত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত থাকতে পারে।
পুলিশ সূত্রে খবর, হুমকি দিয়ে বলা হয়েছে, যদি ১০ দিনের মধ্যে পদত্যাগ না করেন যোগী আদিত্যনাথ, তা হলে বাবা সিদ্দিকির মতোই খুন করা হবে তাঁকে। শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুমে অচেনা একটি নম্বর থেকে ফোন আসে। এই হুমকিবার্তার নেপথ্যে কে বা কারা, তা খতিয়ে দেখছে পুলিশ। বিশেষ করে বাবা সিদ্দিকি খুনের পর থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মুম্বই পুলিশ। তাই আর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না তারা।
হুমকিবার্তা সম্পর্কে উত্তরপ্রদেশ পুলিশ এবং প্রশাসনকে সতর্ক করা হয়েছে। মুম্বই পুলিশের বার্তা পাওয়ার পরই যোগী আদিত্যনাথের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। এই হুমকিবার্তার সঙ্গে কোনও গ্যাংয়ের সংযোগ রয়েছে কি না, কোন এলাকা থেকে ফোন করা হয়েছিল, তা চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে মুম্বই পুলিশ।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর পুত্র জিশানের অফিসের বাইরে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় বাবা সিদ্দিকির। সেই হামলার ঘটনায় লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নাম উঠে আসে। তদন্তকারীদের দাবি, হামলার নেপথ্যে ছিলেন লরেন্সের ভাই আনমোল। কানাডায় বসে সিদ্দিকিকে খুনের ছক কষা হয়েছিল। আনমোলকে কানাডা থেকে প্রত্যর্পণের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সিদ্দিকি খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ১৯।
Related Articles
বান্দ্রার বাড়ির ছাদ থেকে পড়ে আত্মঘাতী হলেন মালাইকা অরোরার বাবা অনিল আরোরা
Spread the love রোজদিন ডেস্ক :- আত্মহত্যা করলেন অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল অরোরা। ছাদ থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। কী কারণে অনিল অরোরা ছাদ থেকে ঝাঁপ দিলেন তা এখনও জানা […]
মোদিকে খুনের হুমকি দিয়ে মেসেজ মুম্বই পুলিশকে
Spread the loveরোজদিন ডেস্ক :- এবার প্রাণে মেরে ফেলার হুমকি স্বয়ং প্রধানমন্ত্রী মোদিক। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি দিয়ে হোয়্যাটঅ্যাপ মেসেজ পেয়েছে মুম্বই পুলিশ। যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপ বার্তাটি এসেছে, সেটি অজমেরের […]
সইফের ওপর হামলার ভয়াবহ ঘটনার বিবরণ দিল বাড়ির পরিচারিকা
Spread the loveরোজদিন ডেক্স: বৃহস্পতিবার সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় চমকে ওঠে দেশ। বান্দ্রায় নিজের বাড়িতেই গুরুতর জখম হন হাম তুম অভিনেতা। লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচারের পর এখন তাঁকে রাখা হয়েছে আইসিইউতে। ঘটনার তদন্তে তৎপর পুলিশ […]
Be the first to comment