আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগেই নতুন বিমানবন্দর উপহার পেল উত্তরপ্রদেশ ৷ আজ সকালে কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ যা শুধু যোগাযোগ ব্যবস্থাই দ্রুত করবে না, দেশের পর্যটনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা নেবে এই বিমানবন্দর ৷ এমনটাই আশা প্রধানমন্ত্রীর ৷
উত্তরপ্রদেশের কুশীনগর হল সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ ‘মহাপরিনির্বাণ’ লাভ করেছিলেন বলে মনে করা হয়। এটি একটি আন্তর্জাতিক বৌদ্ধ তীর্থস্থান ৷ কলম্বো থেকে উদ্বোধনী বিমানে কুশীনগর বিমানবন্দরে ১০০ জন বৌদ্ধ ভিক্ষু ও বিশিষ্ট ব্যক্তিবর্গের শ্রীলঙ্কান প্রতিনিধি দল উপস্থিত হয়। শ্রীলঙ্কার এই প্রতিনিধি দলে ছিলেন শ্রীলঙ্কার বৌদ্ধধর্মের চারটি নিকাত (ধারা) আসগিরিয়া, অমরপুরা, রমন্য, মালওয়াতের অনুনয়ক (উপপ্রধান) এবং সেইসঙ্গে নমল রাজাপাক্সির নেতৃত্বাধীন শ্রীলঙ্কা সরকারের পাঁচজন মন্ত্রী।
২৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিমানবন্দরটি ৩,৬০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, বিমানবন্দরটি পূর্ব উত্তরপ্রদেশে কর্মসংস্থান ও পর্যটনের সুযোগ এনে দেবে। ব্যস্ত সময়ে বিমানবন্দরটির ৩০০ জন যাত্রীকে পরিচালনা করা ক্ষমতা রয়েছে ৷ শ্রীলঙ্কা, জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, চিন, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের মতো দেশে সরাসরি বিমান সংযোগ প্রদান করবে।
উদ্বোধনের সঙ্গে সঙ্গেই রাজ্যের পর্যটন প্রবাহ ২০ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। অফিশিয়াল রিলিজ অনুযায়ী, আশেপাশের ১০ থেকে ১৫টি জেলা এবং পরিযায়ী শ্রমিক সহ দু’কোটিরও বেশি মানুষের কাজে লাগবে এই বিমানবন্দর ৷ পাশাপাশি কলা, স্ট্রবেরি এবং মাশরুমের মতো উদ্যানপালন পণ্য রপ্তানির সুযোগও বাড়বে।
Be the first to comment