মৃত্যুমিছিল অব্যাহত উত্তরাখণ্ডে, ১২ জন পর্বত অভিযাত্রীর দেহ উদ্ধার

Spread the love

প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরাখণ্ডে মৃত্যুমিছিল অব্যাহত ৷ শনিবার সকাল পর্যন্ত সেখানে ১২ জন পর্বত অভিযাত্রীর দেহ উদ্ধার হয়েছে ৷ জীবন্ত অবস্থায় উদ্ধার করা গিয়েছে ৬ জনকে ৷ এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ৪ জনের ৷ তবে সবমিলিয়ে মৃত্যুসংখ্যা ১০০-এর কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছ ৷ কারণ একটানা ভারী বৃষ্টি, ধস, হড়পা বান এবং বাড়ি ভেঙে পড়ে উত্তরাখণ্ডে সবমিলিয়ে এখনও পর্যন্ত ৬৪ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ নিখোঁজ ১১ জন ৷ পড়শি রাজ্য হিমাচলপ্রদেশেও একাধিক মৃতদেহ উদ্ধার হয়েছে।

উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলার হর্ষিল এবং হিমাচলপ্রদেশের কিন্নৌর জেলার চিতকুলের যেখানে সংযুক্ত হয়েছে, সেই লামখাগা পাসের কাছে পৃথক রুট ধরে পর্বত অভিযাত্রীদের দু’টি দল রওনা দিয়েছিল বলে জানা গিয়েছে ৷ চলতি সপ্তাহের শুরু থেকে লাগাতার বৃষ্টিতে ওই জায়গার মাটি আলগা হয়ে গিয়েছিল ৷ তাই ধস নেমেই বিপত্তি ঘটে থাকবে বলে সন্দেহ স্থানীয় প্রশাসনের ৷ উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, হর্ষিলে ১১ জন পর্বত অভিযাত্রী নিখোঁজ হয়ে যান ৷ সেখানে উদ্ধারকাজে নেমেছে রাজ্য বিপর্যয় বাহিনী ৷ ৭ জনের দেহ উদ্ধার হয়েছে ৷ জীবন্ত অবস্থায় উদ্ধার করা গিয়েছে ২ জনকে ৷ এখনও নিখোঁজ ২ ৷

পর্বত অভিযাত্রীদের ১১ জনের অন্য একটি দলও নিখোঁজ হয়ে যায় ৷ তাঁদের মধ্যে থেকে ৫ জনের দেহ উদ্ধার হয়েছে এবং ৪ জনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা গিয়েছে বলে জানান ডিজিপি অশোক ৷ এখনও নিখোঁজ ২ ৷ অন্যদিকে, পড়শি রাজ্য হিমাচলপ্রদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, উদ্ধারকাজে নেমে কিন্নৌরে ২টি দেহ পেয়েছে তারা ৷ প্রশাসনের নির্দেশে শাংলা পুলিশকে বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৷ শাংলা পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, ২১ অক্টোবর বিপর্যয়ের খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে দেওয়া হয় ৷ কিন্নৌর থেকে এর আগে, ৫টি দেহ উদ্ধার করা হয় ৷ আহত অবস্থায় পাওয়া যায় ২ জনকে ৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে পুলিশ এবং আইটিবিপি-এর ৩২ জনের একটি দলও তল্লাশি এবং উদ্ধারকাজে নেমেছে ৷

এখনও পর্যন্ত যতগুলি মৃতদেহ উদ্ধার হয়েছে, তার মধ্যে অনিতা রাওয়াত (৩৮), তনুময় তিওয়ারি (৩০), বিকাশ মাকাল (৩৩), সৌরভ ঘোষ (৩৪), শুভায়ন দাস (২৮), রিচার্ড মণ্ডল (৩১) এবং উপেন্দ্র (২২)-কে শনাক্ত করা গিয়েছে ৷ এর মধ্যে উপেন্দ্র উত্তরকাশির বাসিন্দা ৷ বাকি সকলেই পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিলেন ৷ এ নিয়ে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ পশ্চিমবঙ্গ সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে উত্তরাখণ্ড সরকারও ৷ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, নিজের অক্টোবর মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবেন তিনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*