নাগাড়ে বৃষ্টির জেরে বন্যা ও ধসে উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হলো ৪৫ ৷ এর মধ্যে নৈনিতালেরই রয়েছেন ৩০ জন ৷ মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ আর বন্যায় যাঁদের বাড়ি ভেঙে পড়েছে, তাঁদের পরিবারপিছু ১ লাখ ৯ হাজার টাকা করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ৷ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার বিকেলেই উত্তরাখণ্ড যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মঙ্গলবার উত্তরাখণ্ডের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী ধামি ৷ রাজ্যের গোটা পরিস্থিতি সম্পর্কে মোদী-শাহকে অবগত করেন তিনি ৷ এই সঙ্কটের সময়ে সবরকম সাহায্যের আশ্বাস দেন নমো ৷ বায়ুসেনার তিনটি হেলিকপ্টার উদ্ধারের কাজে পাঠানো হয় ৷ এবার নিজে পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন অমিত শাহ ৷ সে রাজ্যের প্রশাসনের সঙ্গে পর্যালোচনা বৈঠক করে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন তিনি ৷ আগামিকাল তিনি আকাশপথে দুর্গত এলাকাগুলি ঘুরে দেখবেন ৷
আকাশপথে মঙ্গলবারই বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ করেন পর্যালোচনা বৈঠক ৷ বৈঠকের পর তিনি জানান, প্রাণহানি, সম্পত্তি ও রাস্তার ক্ষয়ক্ষতি, উদ্ধার অভিযান, রাস্তা চালু করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে ৷ ধসের কারণে মাটি, পাথরের স্তূপে ঢেকেছে রাস্তাঘাট ৷ দ্রুত তা সরিয়ে ফেলে সড়কপথে পরিবহন চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের।
এছাড়াও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। বন্যাকবলিত উধম সিং নগর জেলার রুদ্রপুর এলাকার আবাসনস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর ৷ উদ্ধারে হাত লাগিয়েছেন এসডিআরএফ কম্যান্ডান্ট নভনীত সিং-ও ৷ প্রবল বৃষ্টির ফলে হওয়া ধসের কারণে গতকাল রাতে আলমোরায় ৭ জনের মৃত্যু হয়েছে ৷ রাপাড় গ্রামের একটি বাড়ির উপর ধস নামে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বাড়ির ৪ জনের ৷ গ্রামবাসীরা ওই বাড়ির এক মহিলাকে উদ্ধার করেন ৷ এ ছাড়াও চম্পাওয়াতে ৪ জন, পাউরিতে ৩ জন এবং পিথোরাগড় একজন ও বাগেশ্বরে একজনের মৃত্যু হয়েছে ৷
দুর্গতদের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার ৷ সেটি হল, ০১৩৫-২৭১০৩৩৪ ৷ দেওয়া হয়েছে দুটি মোবাইল নম্বরও – ৮২১৮৮৬৭০০৫ ও ৯৫৫৭৪৪৪৪৮৬ ৷
Be the first to comment